রান্নাঘরে থাকেই এই মশলা। কেবল খাবারের স্বাদ বৃদ্ধি নয়, এটি একাধিক রোগ নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে দারচিনি! তালিকায় আছে কী কী?
2
6
অগ্ন্যাশয়ের রোগে কাবু? বা শুকিয়ে আসছে অগ্ন্যাশয়? দারচিনি এই অঙ্গকে সঠিক রাখতে সাহায্য করে।
3
6
ঊর্ধ্বমুখী সুগার লেভেল? কিছুতেই নিয়ন্ত্রণে আনতেন পারছেন না ডায়াবেটিস লেভেলকে? এতেও সাহায্য করবে দারচিনি।
4
6
অর্ধেক চামচ দারচিনি গুঁড়ি মেটফরমিনের তুলনায় ভাল কাজ করে। জনস হপকিন্স প্রমাণ করে দিয়েছেন যে রোজ যদি আধ চামচ করে দারচিনি গুঁড়ো খাওয়া যায় তবে ৪০ দিনে সুগার লেভেল ২৯ শতাংশ কমে।
5
6
নিয়মিত ইনসুলিন সেনসিটিভিটি ৪৭ শতাংশ বৃদ্ধি পায় দারচিনি খেলে। ফলে, সেটাও সুগারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে।
6
6
ওজন বেড়ে যাওয়া নিয়ে চিন্তিত? এদিকে সুগারের ভয়ে কিছু করতেও পারছেন না? এবার এক ঢিলে দুই পাখি মারুন। কলা, ওটস, আমন্ড মিল্ক দিয়ে বানানো স্মুদিতে দিন এক চিমটে দারচিনি গুঁড়ো। এতে যেমন রক্তে শর্করা নিয়ন্ত্রিত থাকে তেমনই মেদ ঝরাতে সাহায্য করবে। হজমশক্তি বাড়ায় দারচিনি গুঁড়ো।