ত্রিমুখী সম্পর্ক সমাজে নতুন নয়। তাই বলে একই সঙ্গে স্ত্রী ও শাশুড়ির সঙ্গে সম্ভোগ! এমনই কাণ্ড ঘটিয়েছেন এক ইউটিউবার! সেই কথা আবার নিজেই স্বীকার করে নিয়েছেন।
2
13
আলোচনার কেন্দ্রে ইউটিউবার নিক ইয়ার্ডি। সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় তিনি একটি সোফার মাঝে বসে আছেন। তাঁর একদিকে বসে আছেন ইউটিউবারের স্ত্রী ও মডেল জুড এবং অন্যদিকে বসে আছেন শাশুড়ি ড্যানি।
3
13
ভিডিওর শুরুটা হয়েছিল সাধারণ ভাবেই। ফুলেল ছাপ দেওয়া পোশাকে জুড নিজের অনুরাগীদের জানান, নিকের সন্তানের মা হতে চলেছেন তিনি।
4
13
কিন্তু এর পরেই চমক। জুড ঠিক তার পরেই ঘোষণা করেন তিনি একা নন, অন্তঃসত্ত্বা তাঁর মা ড্যানিও। কিন্তু এতেও অস্বাভাবিক তেমন কিছু দেখেননি অনুরাগীদের একাংশ।
5
13
আসল বোমাটি জুড ফাটান সবার শেষে। জানান তিনি এবং তাঁর মা দু’জনের গর্ভেই রয়েছে একই ব্যক্তির সন্তান। সেই ব্যক্তি আর কেউ নন তাঁরই স্বামী নিক!
6
13
এখানেই থেমে থাকেননি মডেল, অনুরাগীদের উদ্দেশে বলেন, “ভালবাসা ভাগ করে নিতে পারা এক অসাধারণ অভিজ্ঞতা।” তিনি চান তাঁর জীবনের কাহিনি শুনে আরও মানুষ এই ধরনের সম্পর্কে আসুন।
7
13
জুড জানিয়েছেন, ইতিমধ্যেই তিনি এবং তাঁর মা সন্তানদের নামও ঠিক করে ফেলেছেন। দুই সন্তানের নামই রাখা হবে তাঁদের বাবার নামের সঙ্গে মিল রেখে। জুড নিজের হবু কন্যার নাম রাখবেন নিকোল এবং তাঁর মা নিজের হবু পুত্রের নাম রাখবেন নিক জুনিয়র।
8
13
মডেলের মা ড্যানি জানিয়েছেন, একদিক থেকে দেখলে জুডের সন্তান সম্পর্কে তাঁর নাতনি হবে। কিন্তু অন্যদিক থেকে তাঁর সন্তান এবং তাঁর নাতনি পরস্পরের ভাই-বোন হবে।
9
13
হাসতে হাসতে শাশুড়ি ড্যানি বলেন, “আমি ভাবতেই পারিনি এই বয়সেও আমি মা হতে পারব। কিন্তু আমার ছোট্ট সোনা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। তাই ও আমার মিরাকেল বেবি।”
10
13
ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে। নেটিজেনদের একটি বড় অংশ বিশ্বাসই করতে পারছেন না এমনটা বাস্তবে হতে পারে।
11
13
কেউ বলছেন, “প্রচারের লোভে নাটক করছে এরা।” কেউ বলছেন, “এটা নিশ্চয়ই কোনও ধরনের প্র্যাঙ্ক।” যদিও ভিডিওটির সত্যাসত্য বিচার করার সুযোগ হয়নি কারও পক্ষেই।
12
13
সমাজমাধ্যমে কটাক্ষ ভেসে এলেও, নিজেদের এই ত্রিমুখী সর্ম্পকে তাঁরা খুবই খুশি আছেন বলে দাবি করেছেন মডেল জুড। জানিয়েছে, এত খুশি তাঁরা আগে কখনও ছিলেন না।
13
13
একই সঙ্গে দুই সন্তান আসছে এবং দু’জনের বাবাই এক, একথা জানতে পেরে খুশিতে আত্মহারা হয়ে যান তাঁরা। জুডের কথায়, “এমন বিরল ঘটনার অংশ হতে পেরে আমরা খুবই খুশি।”