মহম্মদ শামির জাতীয় দলে ফেরা না নিয়ে আরও জলঘোলা হচ্ছে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজেও জায়গা পাননি তিনি। নিয়মিত রঞ্জি খেললেও এখনও জাতীয় দলে কামব্যাক হয়নি তাঁর।
2
6
সম্প্রতি শামি অভিযোগ করেছিলেন, টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাঁর সঙ্গে কোনওরকম যোগাযোগ করা হয়নি। এমনকি, বাদ দেওয়া নিয়ে কোনও ব্যাখাও দেওয়া হয়নি। এই প্রসঙ্গে বিসিসিআইয়ের এক আধিকারিক জানান, শামি পুরো সত্যিটা বলছেন না।
3
6
ওই আধিকারিক জানাচ্ছেন, নির্বাচক ও সাপোর্ট স্টাফরা নিয়মিত শামির সঙ্গে যোগাযোগ রাখছেন। এমনকি ইংল্যান্ড সফরের সময় তাঁকে দলে ফেরানোর জন্য নির্বাচকরা মরিয়া হয়ে উঠেছিলেন।
4
6
জানা গিয়েছে, লাল বলের ক্রিকেটে শামি ফিট কিনা তা যাচাই করতে শামিকে ইন্ডিয়া ‘এ’ বনাম ইংল্যান্ড লায়ন্সের একটি প্রস্তুতি ম্যাচ খেলতে বলা হয়েছিল। শামি জানিয়েছিলেন, তাঁর এখনও ওয়ার্কলোড বাড়ানো বাকি। তাই তাঁকে বিবেচনা না করাই ভালো।
5
6
একজন সিনিয়র বোর্ড কর্তা পিটিআই-কে জানিয়েছেন, ‘নির্বাচক ও সাপোর্ট স্টাফরা বারবার শামির সঙ্গে যোগাযোগ করেছেন। ইংল্যান্ড সফরের সময় আমরা তাঁকে খেলাতে মরিয়া ছিলাম। কারণ বুমরাকে সব টেস্টে পাওয়া যাচ্ছিল না’।
6
6
তিনি আরও বলেন, ‘শামির সঙ্গে যে বোর্ডের তরফে কোনও যোগাযোগ করা হয়নি, তা পুরোপুরি সত্য নয়। স্পোর্টস সায়েন্স টিমের কাছেও তাঁর মেডিক্যাল রিপোর্ট রয়েছে। যেখানে দেখা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলাতে তাঁর শরীর কতটা প্রস্তুত।’