সংবাদসংস্থা মুম্বই: বর্তমানে অভিনয় জগৎ থেকে দূরেই রয়েছেন ক্যাটরিনা কইফ। তবে তাঁর নাচ, অভিনয়, ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন সমস্ত কিছুতেই লাইমলাইটের শীর্ষে রয়েছেন এই বলি অভিনেত্রী।
2
6
বলিউডে আসার পর 'বুম' ছবি দিয়েই অভিনয় জগতে পা রাখেন ক্যাটরিনা কইফ। সেই ছবিতেই অমিতাভ বচ্চনের সঙ্গে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ক্যাট।
3
6
সেই সময় এক বলি অভিনেতার সঙ্গে ক্যাটরিনাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন 'বিগ-বি'। ঠিক কী হয়েছিল তারপর? আসুন জেনে নেওয়া যাক।
4
6
'বুম' ছবিতে ঘনিষ্টদৃশ্যে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন গুলশন গ্রোভার ও ক্যাটরিনা কইফ। পরবর্তীতে ক্যাটরিনা যে ছবি নিয়ে বারবার প্রতিবাদ জানিয়েছিলেন। জানিয়েছিলেন তাঁর কেরিয়ারের মস্ত ভুল হয়ে থেকে গিয়েছে এই ছবি। কিন্তু এই ছবি ঘিরে চর্চা এখনও থামেনি।
5
6
ছবির একটি দৃশ্যে অন্তর্বাস পরে গুলশনকে মোহিত করতে দেখা যায় ক্যাটকে। ছবিতে ছিল এক গভীর চুম্বনের দৃশ্যেও। প্রথমটায় ভয় পেয়ে গিয়েছিলেন গুলশন, টানা ২ ঘণ্টা এক অন্ধকার ঘরে ক্যাটরিনার সঙ্গে এই দৃশ্য নাকি অনুশীলন করছিলেন তিনি।
6
6
এমনই সময় দরজা খুলে ঢুলে পড়েন অমিতাভ বচ্চন। তাতে চমকে অভিনেতা-অভিনেত্রী। যদিও সেই দৃশ্য ছবি থেকে সরিয়ে দেওয়া হয় বলেই জানান, গুলশন। কিন্তু আজও সমাজমাধ্যমে ছড়িয়ে সেই দৃশ্যের ছবি, ভিডিও।