সিনেমা দুনিয়ায় ‘সরি’ শুধু একটা শব্দ নয়। তারকারা একবার ক্ষমা চাইলেই, সেই শব্দ বছরের পর বছর ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়া আর গুগল সার্চের পাতায়। কেউ ভুলে যায়, কেউ ক্ষমা করে দেয়, কিন্তু ইন্টারনেট কিছুই ভোলে না। ফিরে দেখা যাক সাম্প্রতিক বছরগুলোর সেই পাঁচটি আলোচিত মুহূর্ত, যখন বলিউডের জনপ্রিয় মুখেরা ‘সরি’ বলতে বাধ্য হয়েছিলেন প্রকাশ্যে।
2
7
অক্ষয় কুমারের তেরঙা বিতর্ক ও ক্ষমাপ্রার্থনা: দেশপ্রেমের প্রতীক জাতীয় পতাকা আর সেটি উল্টো ধরে রাখার অভিযোগ উঠেছিল অক্ষয় কুমারের বিরুদ্ধে। ছবিটি ভাইরাল হতেই ট্রোলের বন্যা। পরে অভিনেতা এক্স -এ লেখেন, “জাতীয় পতাকার নিয়ম লঙ্ঘনের জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না, ছবি মুছে দেওয়া হয়েছে।”
3
7
সায়না নেহওয়ালকে সিদ্ধার্থের খোলা চিঠি: সায়না নেহওয়ালের পোস্টে অভিনেতা সিদ্ধার্থের একটি মন্তব্য চরম সমালোচনার জন্ম দেয়। পরে তিনি খোলা চিঠিতে লেখেন, “প্রিয় সায়না, আমার অশালীন রসিকতার জন্য আমি দুঃখিত। আমার ভাষা ও সুর ঠিক ছিল না। রসিকতা যদি ব্যাখ্যা করতে হয়, তবে তা আসলে রসিকতা নয়। আমি সত্যিই দুঃখিত।”
4
7
করণ জোহরের ‘প্যান্ডেমিক পোস্ট’ অনুশোচনা: ২০২০ সালের লকডাউনে করণ জোহর এক ব্যঙ্গাত্মক পোস্টে বলেন, তারকারাই নাকি আসল ‘হিরো’। মুহূর্তেই তা উলটে যায় তাঁর বিপক্ষে। পরে তিনি লেখেন, “আমার অনেক পোস্টই সংবেদনশীলতার অভাবে তৈরি হয়েছে বুঝতে পারছি। কারও মন খারাপ করে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।”
5
7
লাকি আলির বিতর্কিত মন্তব্য ও আত্মসমালোচনা: ২০২৫ সালের অক্টোবরে জাভেদ আখতারের বিরুদ্ধে খানিক অশোভন ও বিতর্কিত মন্তব্য করেছিলেন গায়ক লাকি আলি -“তিনি কখনও মৌলিক ছিলেন না, জঘন্য, কদাকার দেখতে একটা মানুষ।”পরদিনই ক্ষমা চেয়ে লেখেন, “আমি আসলে বলতে চেয়েছিলাম, অহংকার কুৎসিত জিনিস। ভুলভাবে প্রকাশ পেয়েছে। কাউকে আঘাত করে থাকলে ক্ষমা প্রার্থনা করছি।”
6
7
পবন সিং ও অঞ্জলি রাঘবের ঘটনায় ক্ষমা ও ক্ষমা প্রাপ্তি: ২০২৫ সালের আগস্টে এক ইভেন্টে অভিনেতা-রাজনীতিক পবন সিংয়ের বিরুদ্ধে অভিনেত্রী অঞ্জলি রাঘব অভিযোগ তোলেন, তিনি তাঁকে অশালীনভাবে স্পর্শ করেছিলেন। ভিডিও ভাইরাল হতেই দেশজুড়ে ক্ষোভ। পবন পরে ইনস্টাগ্রামে লেখেন, “ইচ্ছাকৃত কিছু করিনি, যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা চাইছি।” অঞ্জলি রিপোস্ট করে লেখেন, “তিনি সিনিয়র শিল্পী, ভুল স্বীকার করেছেন। আমি তাঁকে ক্ষমা করেছি।”
7
7
ইন্টারনেটের এই ক্ষমাপ্রার্থনাগুলোই প্রমাণ করে তারকারা মানুষই, ভুল করেন, কিন্তু ‘সরি’ বলার সাহসও রাখেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে ক্ষমা মিললেও, সেই ডিজিটাল দাগ মুছে যায় না কখনও।