আগামী ২৭ নভেম্বর ৬০-এ পা দিচ্ছেন সলমন খান। তিন দশকের বেশি দীর্ঘ কেরিয়ার জুড়ে তিনি দিয়েছেন অসংখ্য ব্লকবাস্টার, গড়েছেন বক্স অফিসের রেকর্ড। কিন্তু শুধু বড় পর্দার সাফল্যই নয়, সলমন খানের জনপ্রিয়তাকে অন্য উচ্চতায় তুলে দিয়েছে তাঁর জনপ্রিয় সংলাপগুলো। এমন সব সংলাপ যা শুধুই সিনেমা হলে সীমাবদ্ধ থাকেনি, পৌঁছে গিয়েছে দেশের মানুষের মুখের ভাষায়, পপ কালচারের অঙ্গ হয়ে উঠেছে মিম, সোশ্যাল মিডিয়া ট্রেন্ড এবং প্রজন্মের আবেগে।
2
9
অ্যাকশন হিরো, রোম্যান্টিক স্টার, জনতার নায়ক কিংবা অদম্য লড়াকু চরিত্র। প্রতিটি পরিচয়কে আলাদা মাত্রা দিয়েছে তাঁর সংলাপ। জন্মদিনের প্রাক্কালে ফিরে দেখা যাক সলমনের সেই সব লাইন, যেগুলো আজও দর্শকের স্মৃতিতে সমান জ্বলজ্বলে।
3
9
ওয়ান্টেড (২০০৯): “এক বার যো ম্যায়নে কমিটমেন্ট কর দি তো উসকে বাদ ম্যায় আপনে আপ কি ভী নেহি শুনতা। ” একটি সংলাপ, একটি যুগ। অ্যাকশন হিরো হিসেবে সালমানের শক্তিশালী প্রত্যাবর্তনের প্রতীক হয়ে ওঠে এই সংলাপ।
4
9
দবং (২০১০): “হম ইয়াহা কে রবিন হুড পাণ্ডে হ্যায়… সোয়া গত নেহি করোগে আপ হামারা?” হিউমার, স্টাইল ও সাহসের মিশেলে চুলবুল পাণ্ডে হিসেবে পুলিশ চরিত্রের এক নতুন সংজ্ঞা দিয়েছিলেন সলমন।
5
9
বডিগার্ড (২০১১): “ মুঝপে এক এহসান করনা, মুঝপে কোই এহসান মত করনা।” নিষ্ঠা ও আত্মত্যাগের এই সংলাপ দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল সহজেই।
6
9
রেডি (২০১১): “জিন্দেগি মে তিন চিজ কভি আন্ডারএস্টিমেট মত করনা - আই, মি ঔর মাইসেল্ফ ” এটাই সলমন -আত্মবিশ্বাসী, দুষ্টু, ক্যারিশমাটিক।
7
9
সুলতান (২০১৬) “কোই তুমহে তব তক নেহি হারা সকতা, যব তক তুম খুদ সে না হার যাও।” প্রেরণামূলক এই সংলাপ চলচ্চিত্রের গণ্ডি ছাড়িয়ে হয়ে ওঠে জীবনের বার্তা।
8
9
টাইগার জিন্দা হ্যায় (২০১৭): শিকার তো সব করতা হ্যায়, লেকিন টাইগার জ্যায়সা শিকার কোই নেহি করতা ! বলিউডের ‘অপ্রতিরোধ্য শক্তি’ হিসেবে সলমনের পরিচয়কে আরও পাকাপোক্ত করে টাইগার-এর এই সংলাপগুলো।
9
9
কিক (২০১৪): “দিল মে আতা হুঁ, সমঝ মে নেহি”। ভক্তদের কাছে এটি আজও সলমনের চিরকালীন পছন্দের সংলাপ।