উপরাষ্ট্রপতি, রাজ্যসভা এবং দিল্লি বিহার-সহ বেশ কয়েকটি রাজ্য বিধানসভা, চলতি বছরে বেশ কয়েকটি নির্বাচন হল। ভোটের লড়াইয়ে বেশ কয়েকজন নতুন মুখ নিয়ে বেশ চর্চা হয়েছে। এঁদের কেউ ভোটে জিতেছেন, কেউ হেরেছেন। এমনই পাঁচজনকে নিয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হল...
2
6
মৈথিলী ঠাকুর: বিহারের জনপ্রিয় এই লোকশিল্পী বিজেপির টিকিটে জীবনের প্রথম ভোটের লড়াইয়েই বাড়িমাত করেছেন। রাজ্যের আলিনগর বিধানসভা আসন থেকে জয়লাভ করেছেন। বিহার বিধানসভায় নির্বাচিত সবচেয়ে কম বয়সী বিধায়ক হলেন মৈথিলী ঠাকুর।
3
6
খেসারী লাল যাদব: বিখ্যাত ভোজপুরি অভিনেতা এবং গায়ক শত্রুঘ্ন যাদবই খেসারী লাল যাদব নামে পরিচিত। তিনি বিহার বিধানসভা নির্বাচনে চাপড়া আসন থেকে আরজেডি-র টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু পরাজিত হয়েছেন।
4
6
হরিশ খুরানা: দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী মদন লাল খুরানার পুত্র হরিশ দিল্লি বিধানসভা নির্বাচনে মতিনগর প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেই জয় হাসুল করেছেন।
5
6
জেপি সিং: ২০০০ ব্যাচের আইপিএস অফিসার এবং হিমাচল প্রদেশের প্রাক্তন অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (এডিজিপি) বিহার বিধানসভা নির্বাচনে ছাপড়া আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নিজের রাজনৈতিক জীবনে আত্মপ্রকাশ করেন।
6
6
সৌরভ থাপলিয়াল: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এই প্রার্থী ২০২৫ সালের জানুয়ারিতে দেরাদুনের মেয়র নির্বাচনে জয়লাভ করেন। তাঁর জয় ঐতিহাসিক ছিল, কারণ সৌরভ দেরাদুনের পৌর নির্বাচনে সবচেয়ে বড় ব্যবধানে জয়লাভ করে রেকর্ড গড়েছেন।