প্রয়াত জুবিন গর্গের স্মৃতি ও সৃষ্টিকে সংরক্ষণ করতে বড় উদ্যোগ নিল তাঁর পরিবার। শুক্রবার গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে জুবিনের স্ত্রী গরিমা গর্গ ও তাঁর বোন পালমি বরঠাকুর ঘোষণা করেন, শিল্পীর নামে একটি ট্রাস্ট গঠন করা হচ্ছে। এই ট্রাস্টের লক্ষ্য হবে জুবিন গর্গের স্বপ্ন, উত্তরাধিকার, আদর্শ ও বিশ্বাসকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত রাখা।
সাংবাদিকদের উদ্দেশে গরিমা জানান, পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী এবং জুবিনের সঙ্গে বিভিন্ন পর্যায়ে যুক্ত মানুষের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জুবিন ফ্যান ক্লাবের সদস্যরাও এই ট্রাস্টের কাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গুয়াহাটির খারঘুলি এলাকায় অবস্থিত পারিবারিক সম্পত্তি ট্রাস্টের জন্য দান করা হবে এবং সেখান থেকেই ট্রাস্টের কাজকর্ম পরিচালিত হবে। গরিমার কথায়, “এই ট্রাস্ট জুবিনের হৃদয়ের কাছের বিষয়গুলিকে গুরুত্ব দেবে। এর মধ্যে থাকবে প্রকৃতি সংরক্ষণ, নতুন ও তরুণ প্রতিভাকে তুলে ধরা এবং সৃষ্টিশীল কাজকে এগিয়ে নিয়ে যাওয়া।”
এছাড়াও ট্রাস্টের মাধ্যমে জুবিনের সৃষ্টির মেধাস্বত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। তাঁর জীবন ও কাজ নিয়ে গবেষণার জন্য একটি পৃথক রিসার্চ উইংও গঠন করা হবে বলে জানিয়েছেন গরিমা।
পরিবারের তরফে আরও জানানো হয়, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ট্রাস্টটি জুবিন প্রতিষ্ঠিত কলাগুরু আর্টিস্টস ফাউন্ডেশনের সঙ্গে একযোগে কাজ করবে। পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের জন্য উদ্যোগ নেওয়া হবে জুবিনের প্রয়াত বোনের নামে প্রতিষ্ঠিত ‘অভিনয়া: জানকি বরঠাকুর পারফর্মিং আর্টস অ্যাকাডেমি’-র সহযোগিতায়।
পরিবারের বক্তব্য অনুযায়ী, এই ট্রাস্টের মূল উদ্দেশ্য হল জুবিনের স্বপ্ন, কাজ, উত্তরাধিকার ও মূল্যবোধকে দীর্ঘমেয়াদে রক্ষা করা।
৫২ বছর বয়সি গায়ক-সুরকার-অভিনেতা জুবিন গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু বরণ করেন। তিনি সেখানে নর্থইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন। এই মৃত্যুর ঘটনায় গঠিত বিশেষ তদন্তকারী দল ইতিমধ্যেই একাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগ এনেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন উৎসবের আয়োজক শ্যামকানু মহন্ত, জুবিনের সেক্রেটারি সিদ্ধার্থ শর্মা, তাঁর ব্যান্ডের দুই সদস্য শেখরজ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভা মহান্ত। এছাড়াও জুবিনের খুড়তুতো ভাই সন্দীপন গর্গের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। তাঁর দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নন্দেশ্বর বরা ও প্রবীণ বৈশ্যের বিরুদ্ধেও অর্থ ও সম্পত্তি তছরুপ এবং ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করা হয়েছে।
