হলিউড এবং কোরিয়ান ইন্ডাস্ট্রিতে জম্বি ছবির অভাব নেই। তবে বলিউডে সেই সংখ্যা নেহাতই কম। তবে এবার দর্শকের স্বাদবদলের পালা। তৈরি হচ্ছে হিন্দি ভাষার জম্বি থ্রিলার। নাম ‘জোর’।
ছবির কাহিনি আবর্তিত হয়েছে ন’জন সাধারণ মানুষের জীবনকে ঘিরে, যারা হঠাৎ করে দিল্লির একটি অফিস হাবে ঘটে যাওয়া আকস্মিক জম্বি মহামারির সময় সেখানে আটকে পড়ে। বাইরের জগতের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে নিরন্তর জম্বি আক্রমণের মুখে পড়ে তাদের একসঙ্গে লড়াই করতে হয় বেঁচে থাকার জন্য। ঘিরে ধরে ভয়, বিশৃঙ্খলা আর অনিশ্চয়তা।
পরিস্থিতি যত ভয়াবহ হয়ে ওঠে, ততই গল্পটি কেবল জম্বিদের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বরং সামনে আসে চরিত্রগুলোর ব্যক্তিগত জীবন, মানসিক দ্বন্দ্ব, আবেগ, এবং পরস্পরবিরোধী স্বভাব থেকে জন্ম নেওয়া টানাপোড়েন। রক্ত, আতঙ্ক আর জম্বির দাপটের মাঝেও জন্ম নেয় অপ্রত্যাশিত হাস্যরস ও আবেগঘন মুহূর্ত।
নির্মাতাদের মতে, ‘জোর’ হতে চলেছে একটি দ্রুতগতির জম্বি সারভাইভাল গল্প। এখানে বেঁচে থাকাই হয়ে ওঠে সাহস, সহযোগিতা এবং মানবিকতার কঠিন পরীক্ষা। আর সেই ভয়াবহতার মধ্যেও নিজের জায়গা করে নেয় হাস্যরস।
বিনোদনের জগতে গৌরব নানা স্বনামধন্য লেবেলের জন্য একাধিক মিউজিক ভিডিও পরিচালনা ও সম্পাদনা করেছেন। বিজ্ঞাপন ও ব্র্যান্ডেড কনটেন্ট ক্ষেত্রেও গৌরবের অবদান উল্লেখযোগ্য। ওটিটি প্ল্যাটফর্মেও গৌরব তাঁর দক্ষতার ছাপ রেখেছেন। জি৫-এ সম্প্রচারিত প্রশংসিত ওয়েব সিরিজ ‘লালবাজার’এর সম্পাদক হিসাবে কাজ করেছেন।
পরিচালকের কথায়, “আমাদের ছবির শুটিং হয়েছে কলকাতা ও দিল্লির বিভিন্ন লোকেশনে। গল্পের প্রয়োজনে একটি সম্পূর্ণ অফিস এলাকা বা আইটি–কর্পোরেট জোন দরকার ছিল, যা খুঁজে পাওয়া এবং সেটিকে স্বাভাবিকভাবে গল্পের সঙ্গে মিলিয়ে দেওয়া ছিল ভীষণই চ্যালেঞ্জিং। তবে শেষ পর্যন্ত কলকাতা ও দিল্লিতে যে লোকেশনগুলো আমরা নির্বাচন করি, সেগুলো আমাদের সব প্রত্যাশাকে ছাপিয়ে যায়। আমরা কল্পনাও করিনি যে এমন জায়গা পাব, যা এত নিখুঁতভাবে আমাদের গল্পের সঙ্গে মানানসই হবে এবং ছবিটিকে একটি স্বতন্ত্র ভিজ্যুয়াল দেবে।”
এখানেই শেষ নয়। জম্বিদের লুক তৈরিতে বাস্তবসম্মত প্রস্থেটিক মেকআপ ব্যবহার করা হয়েছে। একটি বিশেষ দৃশ্যে প্রায় ৫০০ জন জম্বি জুনিয়র আর্টিস্টকে একসঙ্গে মেকআপের মাধ্যমে রূপান্তরিত করা হয়েছিল।
এত বড় পরিসরে এই কাজ পরিচালনা করার জন্য একটি বিশাল ব্যাঙ্কোয়েট হল ভাড়া নেওয়া হয়, যেখানে একই সময়ে সবার প্রস্থেটিক মেকআপ করা হয়।
জম্বিদের ভিজ্যুয়াল এফেক্টের ক্ষেত্রে নির্মাতারা প্রায় ৮০ শতাংশ প্র্যাকটিক্যাল প্রস্থেটিক মেকআপ এবং মাত্র ২০ শতাংশ ভিএফএক্সের সাহায্য নিয়েছেন। এই পুরো প্রক্রিয়ায় মোট ২১ জন মেকআপ শিল্পী ছবিটির সঙ্গে যুক্ত ছিলেন। ছবিটির প্রযোজনার দায়িত্বে কেএসএস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেইনমেন্ট।
