নিজস্ব সংবাদদাতা: জি বাংলার 'অমর সঙ্গী' জুটি রাজ ও শ্রী অল্পদিনেই দর্শকের কাছে পেয়েছে দারুণ ভালবাসা। প্রথম থেকেই তাদের ভালবাসা শুরু হয় মিথ্যাকে আশ্রয় করে। 

 

দেখতে দেখতে ১০০ পর্ব পার করল ধারাবাহিক। এদিন শুটিং শেষে ফ্লোরেই কেক কেটে হল জমজমাট সেলিব্রেশন। সেই মুহূর্তের ঝলক নিজেই সমাজ মাধ্যমে তুলে ধরেছেন পর্দার রাজ ওরফে অভিনেতা নীল ভট্টাচার্য। 

 

গল্পে অভাবী পরিবারের ছেলে রাজ, নিজের সত্যিটা লুকিয়ে রাখে শ্রীর কাছে। যাতে প্রভাবশালী পরিবারের মেয়ে শ্রী তার ভালবাসা ফিরিয়ে না দেয়, এই ভেবেই সত্যিটা লুকিয়ে বিয়ের পিঁড়িতে যায় সে। কিন্তু বিয়ের আগেই শ্রীকে সব সত্যিটা বলে দেয় রাজ। অবাক হলেও তাকে মেনে নেয় শ্রী। এরপর শুরু হয়, দুই পরিবারের মন জেতার লড়াই। 


কিন্তু সত্যি-মিথ্যার খেলা এখনও শেষ হয়নি তাদের মধ্যে। সম্প্রতি, মুক্তি পাওয়া ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে, বাড়ি থেকে একসঙ্গে অফিসে বেরোচ্ছে রাজ ও শ্রী। প্রতিদিনের মতোই রাজের মা দইয়ের ফোঁটা দিয়ে যায় তাকে। কিন্তু রাজ বলে, আজ ফোঁটাটা শ্রীকেই যেন দেয় তার মা। এদিকে রাগের বশে চাকরি ছেড়ে দেয় রাজ। কিন্তু তা এখনও শ্রীকে জানায় না। শ্রী এদিকে ভাবে রাজের অফিসের সামনে গিয়ে তাকে চমকে দেবে। কিন্তু অফিসে গিয়ে সত্যিটা জানতে পেরে নিজেই চমকে যাবে শ্রী! কী হবে এরপর? রাজকে আবারও মিথ্যা বলার জন্য কি ক্ষমা করে দেবে সে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।