সংবাদসংস্থা মুম্বই: ফের বিপদের মুখে জনপ্রিয় ইউটিউবার। এবার মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন তিনি। নেপথ্যে প্রতিদ্বন্দ্বিতা! ঘটনাটি ঘটেছে ইউটিউবার লক্ষ্য চৌধুরীর সঙ্গে। 

 

সম্প্রতি, সমাজমাধ্যমে তিনি এক বিস্ফোরক মন্তব্য করেন। জানান যে তাঁকে প্রাণে মেরে ফেলতে তৎপর হয়েছিলেন তাঁর দুই প্রতিদ্বন্দ্বী আমন বিসলা ও হর্ষ ভিকাল। কারণ, তিনি কিছুদিন আগে আমন ও হর্ষের মিথ্যে জীবনযাপনের সমস্ত তথ্য প্রকাশ্যে এনেছিলেন। 

 

ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে লক্ষ্য জানান, তিনি রাশিয়ার মস্কোয় গিয়েছিলেন একটি কাজে। সেখানে থেকে দিল্লি ফেরার পথে আমন-হর্ষ ও ৮-১০ জন লোক তাঁর গাড়িটি অনুসরণ করতে থাকে। অজ্ঞাত পরিচয়ের লোকগুলির সঙ্গে হকি স্টিক সহ আরও অনেক ধারালো অস্ত্র ছিল। তাঁরা ক্রমশ কাছে চলে আসছিলেন এবং গাড়ির কাচেও আঘাত করছিলেন বলে জানান লক্ষ্য। 

 

লক্ষ্যর কথায়, "প্রাণ হাতে করে ফিরি আমি ও আমার বন্ধু। দিল্লি থেকে নয়ডা পর্যন্ত তিনটি গাড়ি আমাদের অনুসরণ করতে থাকে। গভীর রাতে যখন এই ঘটনাটি ঘটে তখন বহুবার দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু কোনও লাভ হয়নি। আজ যদি আমার কিছু হয়ে যেত তখন কারা দায়ী থাকত? এইভাবে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে, সুরক্ষার অভাবে।" 

 

লক্ষ্যর বর্ণনা করা এই ঘটনা ছড়িয়ে পড়তেই তোলপাড় নেটপাড়া।