থিয়েটার জগতের উঠতি প্রতিভা, মাত্র ক’দিন আগেও মঞ্চে দীপ্ত হাসি–উচ্ছ্বাসে ভরিয়ে রাখা অভিনেত্রী অদিতি মুখার্জি আজ আর নেই। নয়ডার গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে একটি থিয়েটার প্রোগ্রামে যোগ দিতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এই তরুণী।

সূত্র অনুযায়ী, অদিতি যে ট্যাক্সিতে যাচ্ছিলেন, সেটি গ্রেটার নয়ডার পারি চকের কাছে একটি বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মাথায় গুরুতর আঘাত পান তিনি। দ্রুত শারদা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসা শুরুর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে থেমে যায় তাঁর শ্বাস। জানা গিয়েছে ২০-র কোঠায় অদিতির বয়স। জীবনের সবচেয়ে প্রাণবন্ত সময়েই অকালে নিভে গেল তাঁর থিয়েটার–স্বপ্ন।

অদিতির মৃত্যুতে সবচেয়ে বেশি শোকের সুর শোনা গেল জনপ্রিয় থিয়েটার পরিচালক অরবিন্দ গৌর-এর কণ্ঠে। ফেসবুকে অদিতির একাধিক ছবি শেয়ার করে তিনি লেখেন, “অদিতি মুখার্জি, অসমিতা থিয়েটারের আমাদের প্রাক্তন ছাত্রী, আর নেই। পারি চকের কাছে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিল। কপাল ফেটে রক্তক্ষরণ হচ্ছিল অবিরাম।”
তিনি আরও জানান, শারদা হাসপাতালে নেওয়ার পরও আর চিকিৎসা শুরু করার সময় পাননি ডাক্তাররা -“মাথায় মারাত্মক আঘাত আর অতিরিক্ত রক্তক্ষরণেই ওকে আমরা হারালাম।” অরবিন্দ গৌরের আক্ষেপ, এখনও পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ জানাতে পারেনি পুলিশ।
থিয়েটার মহলের দাবি, দোষীকে দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
২০২২ সালের ব্যাচের সক্রিয় সদস্য অদিতি অসাধারণ উদ্যমে কাজ করতেন অসমিতা থিয়েটারে। সম্প্রতি তিনি অভিনয় করছিলেন অশুতোষ রানা ও রাহুল ভূচার-এর প্রশংসিত নাটক “হামারে রাম”–এ। তাঁর অভিনয়ের সততা, মঞ্চে জোরালো উপস্থিতি, আর শেখার আগ্রহ তাঁকে খুব দ্রুতই দর্শকমহলে প্রিয় করে তুলেছিল। তাঁর অকল্পনীয় মৃত্যুর খবর পৌঁছতেই ওড়িশা থেকে দিল্লি ছুটে এসেছেন অদিতির বাবা-মা। শোকের ছায়া নেমে এসেছে বন্ধু, সহশিল্পী, শিক্ষক- সবাইয়ের জীবনে।
