রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ একের পর এক রেকর্ড ভেঙে চলেছে বক্স অফিসে । একটি ভাষায় নির্মিত ভারতীয় ছবির মধ্যে সর্বোচ্চ আয় করা ছবির তকমা ছিনিয়ে নিয়েছে এই স্পাই থ্রিলার, টপকে গিয়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-কেও। আর এই ঐতিহাসিক সাফল্যের পর এবার প্রকাশ্যে প্রশংসায় মুখর আদিত্য চোপড়ার প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস-ও! 

বুধবার নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে একটি বিশেষ নোট শেয়ার করে ‘ধুরন্ধর’-এর নির্মাতা আদিত্য ধর এবং জিও স্টুডিওসকে অভিনন্দন জানায় যশ রাজ ফিল্মস। পোস্টে লেখা হয়, “ধুরন্ধর শুধুমাত্র একটি ছবি নয়… এটি ভারতীয় সিনেমার ইতিহাসে এক মাইলস্টোন, যা চিরদিন মনে রাখা হবে। এক ভাষায় সর্বকালের সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবি হিসেবে ইতিহাস গড়ার জন্য আদিত্য ধর এবং জিও স্টুডিওসকে অভিনন্দন।”

 

সেই সঙ্গে পরিচালক আদিত্য ধরকে বিশেষভাবে কৃতিত্ব দেয় প্রযোজনা সংস্থাটি। তাদের বক্তব্য, “এই ছবির ক্যাপ্টেন হিসেবে আদিত্য ধরের স্পষ্ট দৃষ্টিভঙ্গি, নির্ভীক গল্প বলার ভঙ্গি এবং উৎকর্ষের প্রতি অবিচল দায়বদ্ধতা ভারতীয় সিনেমার জন্য এক নতুন মানদণ্ড স্থাপন করেছে।”

 

শুধু তাই নয়, ছবির গোটা কাস্ট ও টেকনিক্যাল টিমকেও কুর্নিশ জানিয়ে যশ রাজ ফিল্মস লেখে, “এই দুর্দান্ত ছবির প্রতিটি অভিনেতা ও টেকনিশিয়ানকে অভিনন্দন। আপনাদের সকলের প্রচেষ্টাতেই ‘ধুরন্ধর’ এমন গর্জনে বড়পর্দায় বিস্ফোরণ ঘটাতে পেরেছে। এমন সিনেমা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ, যা আমাদের সৃজনশীল উৎকর্ষের দিকে এগোতে অনুপ্রাণিত করবে।”

 

এই পোস্ট দেখে যারপরনাই খুশি রণবীর সিং। বার্তা বাক্সে আবেগঘন প্রতিক্রিয়া দেন তিনি নিজেও। রণবীর লেখেন, “আমার প্রিয় আলমা মেটার, আমি শুধু তোমাদের গর্বিত করতে চেয়েছি।” সঙ্গে ছিল লাল ও সাদা হৃদয়ের ইমোজি।

 

 

এর আগেই উত্তর আমেরিকায় বক্স অফিসে ইতিহাস গড়েছে ‘ধুরন্ধর’। গত সপ্তাহে ছবিটি শাহরুখ খানের ‘পাঠান’-কে টপকে উত্তর আমেরিকায় সর্বোচ্চ আয় করা বলিউড ছবির তকমা দখল করেছে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, চতুর্থ মঙ্গলবারের শেষে উত্তর আমেরিকায় ‘ধুরন্ধর’-এর আয় পৌঁছেছে ১৭.৫০ মিলিয়ন ডলারে, যেখানে ‘পাঠান’-এর মোট আয় ছিল ১৭.৪৯ মিলিয়ন ডলার।

 

নির্মাতাদের দাবি অনুযায়ী, এক ভাষায় মুক্তিপ্রাপ্ত ভারতীয় ছবির মধ্যে সর্বোচ্চ আয়কারী হিসেবেও ‘ধুরন্ধর’ এখন শীর্ষে। ছবিটি হিন্দি ভাষায় আয় করেছে ৮২১ কোটি টাকারও বেশি, যা ‘পুষ্পা ২’-এর হিন্দি কালেকশনকে ছাপিয়ে গিয়েছে। যদিও ‘পুষ্পা ২’ অন্যান্য ভাষা অর্থাৎ তেলুগু, তামিল, মালয়ালম ও কন্নড় মিলিয়ে আরও প্রায় ৪০০ কোটি টাকার বেশি আয় করেছিল।

 

আদিত্য ধরের এই স্পাই-অ্যাকশন থ্রিলারটি একটি দুই পর্বের সিরিজের প্রথম ছবি। ‘ধুরন্ধর’-এ রণবীর সিংকে দেখা গেছে হামজা চরিত্রে - এক ভারতীয় গুপ্তচর, যিনি পাকিস্তানের লিয়ারির অপরাধজগত ও রাজনৈতিক আন্ডারওয়ার্ল্ডে অনুপ্রবেশ করেন এক গোপন সন্ত্রাস দমন অভিযানের অংশ হিসেবে। ছবির গল্পে বাস্তব ইতিহাসের ছায়াও স্পষ্ট। ১৯৯৯ সালের আইসি-৮১৪ বিমান হাইজ্যাক, ২০০১ সালের সংসদ হামলা এবং ২০০৮ সালের মুম্বই জঙ্গি হামলার মতো ঘটনাগুলি গল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে।

 

২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ছবিটিতে আরও অভিনয় করেছেন সারা অর্জুন, অর্জুন রামপাল, রাকেশ বেদি এবং সঞ্জয় দত্ত।স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, ভারতে এখনও পর্যন্ত ছবিটির আয় ৭৮১.৭৫ কোটি টাকা ছুঁয়েছে। বিশ্বজুড়ে মোট আয় পেরিয়েছে ১২০০ কোটি টাকা। আর এই বছরের মার্চ মাসেই মুক্তি পাওয়ার কথা ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েলের।