সংবাদ সংস্থা, মুম্বই: শুক্রবার অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুষ্পা ২-র প্রিমিয়ারে এসে ভিড়ের মাঝে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলার। সেই ঘটনার প্রেক্ষিতে এদিন তেলুগু অভিনেতার বাড়িতে পৌঁছয় পুলিশ। তাঁকে নিয়ে আসা হয় হায়দরাবাদের চিক্কাদপল্লী থানায়। 

ঠিক কী হয়েছিল সেদিন? গত ৪ ডিসেম্বর 'পুষ্পা ২'-র প্রিমিয়ারে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে বিপুল ভিড় হয়েছিল। উপস্থিত ছিলেন খোদ ছবির নায়ক আল্লু। তারকাকে দেখার আগ্রহে দর্শক থেকে অনুরাগী সকলে হুড়োহুড়ি কাণ্ড বাঁধিয়ে দেয়। ৩৯ বছর বয়সি রেবতী তাঁর ছেলেকে নিয়েও প্রিমিয়ারে এসেছিলেন। ভিড়ে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। যার জেরে দমবন্ধ হয়ে মৃত্যু হয় রেবতী নামে ওই মহিলার। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁর আট বছরের ছেলেকে। ঘটনাটিতে গুরুতর জখম হন আহত হন বেশ কয়েকজন। ঘটনাস্থলে উপযুক্ত নিরাপত্তার গাফিলতির অভিযোগ তোলেন মৃতার পরিবার।

এরপরই সংশ্লিষ্ট প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ, আল্লু এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়। সেই মামলার ভিত্তিতেই এদিন 'পুষ্পা'কে গ্রেফতার করা হয়েছে। 

যদিও এই দুর্ঘটনার পর শোকপ্রকাশ করে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন আল্লু অর্জুন। তিনি বলেন, 'ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তাই প্রতিক্রিয়া দিতে সময় নিয়েছি। স্থিতাবস্থায় ফিরতে সময় লাগছে। বিষয়টি এখনও বিশ্বাস হচ্ছে না। যা ঘটেছে তা জানার পর মাথা ঠিক রাখতে পারিনি। অত্যন্ত মর্মাহত হয়ে পড়েছি আমি।’ কিন্তু শেষরক্ষা হল না, বিএনএস ধারা ১০৫ ও ১১৪-এ মামলা করা হয় আল্লুর বিরুদ্ধে। শুক্রবার হায়দরাবাদ পুলিশ গ্রেপ্তার করেন অভিনেতাকে।