সংবাদ সংস্থা মুম্বই: ভারতীয় ছবির ইতিহাসে অন্যতম দুই গুরুত্বপূর্ণ দুই নাম শাহরুখ খান এবং ঐশ্বর্য রাই বচ্চন। পর্দায় তাঁদের রসায়ন যে দর্শকের দারুণ পছন্দ তার হাতেগরম প্রমাণ ছিল 'জোশ', 'মহব্বতেঁ' এবং দেবদাস। কিন্তু এই জনপ্রিয় জুটির ব্যক্তিগত জীবনে এমন একটি বিষয় ঘটেছিল যার ফলে ছেদ পড়েছিল তাঁদের বন্ধুত্বের সম্পর্কে। জল এতদূর গড়িয়েছিল যে ঐশ্বর্যর শাশুড়ি তথা বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন চড় মারতে চেয়েছিলেন শাহরুখকে! এবং তাঁর সেই ইচ্ছেপ্রকাশ তিনি করে পর্যন্ত ফিরেছিলেন এক সাক্ষাৎকারে। 

 

চলতি শতকের শুরুর দিকে শুরু হয়েছিল শাহরুখ-ঐশ্বর্যর ঝামেলা। দু'জনের কেউই এই বিষয়ে প্রকাশ্যে তেমনভাবে মুখ না খুললেও বহু গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশ্য ঐশ্বর্য এ প্রসঙ্গে একবার খুল্লম খুল্লা জানিয়েছিলেন যে এই ঝামেলার ফলে 'বীর জারা', 'চলতে চলতে'-এর মতো শাহরুখের একাধিক ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল তাঁকে! পাল্টা জবাবে শাহরুখ অবশ্য কিছু বলেননি। কিন্তু এমন কিছু মন্তব্য করেছিলেন, যা তথাকথিত শাহরুখোচিত নয়। বচ্চন পরিবারের সঙ্গে সেই সময়ে তাঁর সম্পর্ক এসে ঠেকেছিল তলানিতে। ২০০৮ সালে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে জয়া বচ্চন তো রাগতভাবে কাটা, কাটা ভাষায় বলেছিলেন, "অবশ্যই। শাহরুখের উপর রেগে রয়েছি আমি। ওর সঙ্গে কখনও  এই বিষয়ে কথা বলার সুযোগ হয়নি। কিন্তু অবশ্যই বলব। যদি ওকে আমি বাড়িতে পেতাম, তাহলে কষিয়ে একটা চড় মারতাম ওকে। ঠিক যেমনভাবে আমি আমার ছেলেকেও মারতাম ও যদি এমন কিছু করত।" অবশ্য কথাশেষে জয়া শাহরুখের প্রতি তাঁর স্নেহর কথাও বয়কট করেছিলেন, " ওর প্রতি আমার দুর্বলতা রয়েছে, এটাও ঠিক।"

 

অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক ঠিক হয়েছে শাহরুখের। বর্তমানে ঐশ্বর্যর সঙ্গে পুরনো দিনের মতোই বন্ধুত্বের সম্পর্ক শাহরুখের।