সংবাদসংস্থা মুম্বই: বলি অভিনেতা সলমন খানের গায়ে যেন চিরকুমার তকমাটা লেগে রয়েছে। কবে বিয়ের পিঁড়িতে বসছেন 'ভাইজান'? কাকে বিয়ে করছেন? এই প্রশ্নের উত্তর আজও পাননি তাঁর অনুরাগীরা। 

 

 

কিন্তু এক বলি অভিনেত্রীর সঙ্গে তাঁর বিয়ে হতে হতেও ভেঙে গিয়েছিল তাঁর। কেরিয়ারের শুরুর দিকে সঙ্গীতা বিজলানির সঙ্গে সম্পর্কে জড়ান সলমন। বিয়ের নিমন্ত্রণ পত্র পর্যন্ত ছাপা হয়ে যায়। কিন্তু সঙ্গীতাকে ঠকান সলমন। সঙ্গীতা হাতেনাতে ধরেও ফেলেন তাঁকে। সেই সময় সলমনের আরও এক প্রেমিকা ছিলেন সোমি আলি। রাতে সোমির বাড়ির পাইপ বেয়ে উঠে জানলা দিয়ে ঘরে ঢুকতে যান সলমন। আর তা ধরা পড়তেই নাকি সঙ্গীতার সঙ্গে সম্পর্ক ভাঙে সলমনের।

 

 

১৯৯৪ সালের ২৭ মে বিয়ে হওয়ার কথা ছিল সলমন এবং সঙ্গীতার। কিন্তু সোমির ব্যাপারে জানার পর এপ্রিল মাসেই বিয়ে ভেঙে দেন সঙ্গীতা। তার পর বেশ কয়েক বছর সলমনের সঙ্গে সম্পর্কে ছিলেন সোমি। বেশ কিছু হিন্দি ছবিতে কাজও করেছেন। সলমনের সঙ্গে 'বুলন্দ' ছবিতে অভিনয় করেন সোমি।

 

 

 

আজও সলমনকে নিয়ে তাঁর মন্তব্যের কারণে মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসেন সোমি। এবারও তার অন্যথা হল‌ না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সোমির এক বিস্ফোরক মন্তব্য। 

 

সোমি বলেন, "বেশিরভাগ দিনই সলমন আমার বাড়ির পাইপ বেয়ে দেখা করতে আসত। তখন দু'কামরার এক ঘরে থাকি। সেই রাতটা আমার মনে থাকবে। সাড়ে দশটা নাগাদ সলমন আসে। সেই সময় হঠাৎ আমার ফ্ল্যাটে এসে পড়েন সঙ্গীতা। হাতেনাতে ধরেন সলমনকে। সলমন বলে ১০ মিনিটে আসছি। ফিরে এসে জানায়, তাদের সম্পর্কটা ভেঙে যাওয়ার কথা। সঙ্গীতার সঙ্গে সলমন যা করে পরে আমার সঙ্গেও তাই করেছিল। তখন বুঝিনি। পরে ওই কর্মফল ভোগ করতে হয় আমাকেও।"