সংবাদ সংস্থা, মুম্বই: বলিউড ইন্ডাস্ট্রির বাদশা হওয়ার পাশাপাশি শাহরুখ খান একজন ফ্যামিলি ম্যানও বটে। স্ত্রী তিন সন্তানকে নিয়ে সুখের সংসার তাঁর। দুই সন্তান সুহানা, আরিয়ানের পর বেশি বয়সে তৃতীয় সন্তানের বাবা হয়েছেন 'বাদশা'। প্রথম থেকেই ছোট ছেলে আব্রামকে চোখে হারান তিনি। তিন সন্তানের মধ্যে ছোট ছেলেকে একটু বেশিই দেখা যায় অভিনেতার সঙ্গে। মন্নতের ব্যালকনিতে এসে অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়া হোক কিংবা আইপিএলের সময় গ্যালারিতে, বাবার পাশে আব্রামি বেশি নজরে আসে। কিন্তু শাহরুখ পুত্রের নাম আব্রাম কেন জানেন? এতদিন বাদে প্রকাশ্যে সেই তথ্য ফাঁস করলেন সুপারস্টার। 

সারোগেসির মাধ্যমে আব্রামের জন্মের পর বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল শাহরুখ ও তাঁর স্ত্রী গৌরী খানকে। তবে সময়ের সঙ্গে সেসবে প্রলেপ লেগেছে। 'কিং' খানের ছোট ছেলে এখন জনপ্রিয় স্টারকিড। কিন্তু হঠাৎ ছেলের এমন নাম কেন রাখলেন অভিনেতা? ‘আপ কি আদালত’ শোয়ে ছোট ছেলের নাম আব্রাম রাখার আসল কারণ জানান শাহরুখ।  

অভিনেতা বলেন, ”আমি মুসলিম, আমার স্ত্রী হিন্দু। তাই আমার সন্তানদের নামে বিষয়েও সেই ধারা মেনেছি। হজরত ইব্রাহিমের আরেক নাম আব্রাহম। যা বাইবেলে রয়েছে। আবার অন্যদিকে, ইহুদিদের কাছে এই আব্রাহমই হল আব্রাম। অনেকেই হয়তো এর সমালোচনা করবেন। কিন্তু আমাদের পরিবার এভাবেই ভাবে। আমার দেশের মতো, আমার বাড়িতেও আমি ধর্মনিরপেক্ষতা রাখতে চেয়েছি।”

অন্যদিকে, ছেলে আরিয়ান ও মেয়ের সুহানার কেরিয়ার নিয়ে আপাতত ব্যস্ত শাহরুখ। সম্প্রতি আরিয়ানের কেরিয়ার সামলাতে পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন। তাঁর পরিচালিত প্রথম সিরিজে টাকাও ঢালছেন শাহরুখ। আবার বলিউড সূত্রের খবর অনুযায়ী, সুহানার জন্য ২০০ কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন অভিনেতা। প্রথমবার শাহরুখ-সুহানাকে নাকি একসঙ্গে আসতে চলেছেন। সেই ছবি নিয়ে যে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য।