সংবাদসংস্থা মুম্বই: বহুদিন ধরেই বলিউডে গুঞ্জন ছিল অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই-এর বিচ্ছেদ নিয়ে। ঐশ্বর্যর নাম থেকে 'বচ্চন' পদবি সরানোর পর এই গুঞ্জন আরও জোরালো হয়েছিল। এমনকী, অভিষেক বচ্চনের সঙ্গে নামও জড়িয়ে যায় নিমরত কৌরের ৷

 

জানা গিয়েছিল, মেয়ে আরাধ্যাকে নিয়ে এখন বচ্চন পরিবারের থেকে আলাদা থাকেন রাই সুন্দরী। কিন্তু দাম্পত্যে গোলযোগ নিয়ে মুখ খুলতে দেখা যায়নি দু'জনের কাউকেই। কিন্তু সেই সব গুজব এক লহমায় শেষ করে দিয়েছিলেন জুটিতে৷ বিচ্ছেদের গুঞ্জন সরিয়ে একসঙ্গে ধরা দিয়েছিলেন জুটিতে। হাতে হাত ধরে ছবি তুলে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন অভিষেক-ঐশ্বর্য। মেয়ে আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। 

 

ফের শিরোনামে ঐশ্বর্য। এক সাক্ষাৎকারে পশ্চিমি সংস্কৃতি নিয়ে বেশকিছু কথা বলেছিলেন রাই সুন্দরী। সেই ভিডিওই এখন ভাইরাল সমাজমাধ্যমে। ভারতে প্রেমিক-প্রেমিকার প্রকাশ্যে চুমু খাওয়া প্রসঙ্গে ঐশ্বর্য বলেন, "ভারতীয় সংস্কৃতি অনুযায়ী এই বিষয়টি খানিকটা দৃষ্টিকটু। তবে ছবির ক্ষেত্রে অনেক সময় তা গ্রহণযোগ্য।" এরপর বিয়ের আগে যৌনসম্পর্ক প্রসঙ্গে অভিনেত্রী বলেন, "পশ্চিমি সংস্কৃতিতে এই বিষয়টা একটু আপত্তিজনক।" 


প্রসঙ্গত, অভিষেকের সঙ্গে সেই সময় বিয়ে হয়নি ঐশ্বর্যর। অভিনেত্রীর ২০০৫ সালের এই সাক্ষাৎকারের ভিডিওটি এই মুহূর্তে নেটিজেনদের চর্চায়।