সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
সুশান্তের রহস্যমৃত্যুর নয়া মোড়
৫ বছর হতে চললেও এখনও রহস্য উন্মোচন হয়নি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর। অভিনেতার পরিবার ও অনুরাগীদের দাবি মেনে ফের জনস্বার্থ মামলায় দাখিল করা হয়েছে। জানা যাচ্ছে, এই মামলা অনুযায়ী সুশান্ত ও তাঁর ম্যানেজার দিশার রহস্যমৃত্যুর সঙ্গে জড়িত আদিত্য ঠাকরকে জিজ্ঞাসাবাদ করা হবে। মুম্বই সংবাদসূত্রে খবর, এই মামলার জেরে গ্রেপ্তারও করা হতে পারে আদিত্যকে।
গ্রেপ্তারি পরোয়ানা জারি সোনুর বিরুদ্ধে!
প্রায় ১০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে বলি অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে। এই ঘটনার সুত্রপাত লুধিয়ানার এক আইনজীবী রাজেশ খান্নার দায়ের করা মামলা থেকে। আদালতে তিনি দাবি করেন, মোহিত শুক্লা নামের এক ব্যক্তি সোনু সুদকে 'রিজিকা কয়েন' নামে একটি ভুয়ো বিনিয়োগ প্রকল্পে প্রায় ১০ লক্ষ টাকার লগ্নি করার লোভ দেখান। মূল অভিযুক্ত হিসাবে মোহিত শুক্লার নামে প্রথমে আর্থিক প্রতারণার মামলা দায়ের হয়। লুধিয়ানার আদালত এই মামলাতেই অভিনেতাকে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু অভিযোগ, সোনু সেই সমন এড়িয়ে গিয়ে কোর্টে হাজির হননি। এই অনুপস্থিতির কারণেই ‘মসিহা’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন লুধিয়ানার বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট রমনপ্রীত কৌর।
বাবাকে কোনওদিন দেখেননি বোমান ইরানি?
সম্প্রতি এক সাক্ষাৎকারে বোমান ইরানি জানান, তাঁর বাবার সঙ্গে কোনওদিন দেখা হয়নি। বহু ছবিতে নিজে বাবার চরিত্রে অভিনয় করতে গিয়ে খুব ভেঙে পড়তেন তিনি। বোমান ইরানির কথায়, "আমার জন্মের ছ'মাস আগেই বাবা মারা যান। তাই কোনওদিন বাবাকে দেখিনি। সেই কারণে খুব চেষ্টা করি আমার ছেলেদের স্নেহ, যত্ন দিয়ে বড় করতে।"
