বিবাদ দিয়ে সম্পর্কের শুরু, এবার তার থেকে খুনসুটি হয়ে একে অন্যের প্রেমে পড়বে এলা, গোরা? দ্বিরাগমণে গিয়েই বদলে যাবে দু'জনের রসায়ন?
সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে গোরা স্নান করতে ঢুকেছে। সারা গায়ে সাবান মেখে যখন গায়ে জল ঢালতে যাবে ঠিক সেই সময়ই জল শেষ হয়ে যায়। একই সঙ্গে কারেন্টও চলে যায়। ফলে ওই অবস্থায় দাঁড়িয়ে থাকতে হয় নায়ককে। সে যখন রেগে গিয়ে চিৎকার করছে তখন এলা তাকে উদ্ধার করতে আসে। বলে দরজা খুলতে। স্নান করতে করতে সাবান মাখা অবস্থাতেই গোরা দরজা খুলে দেয়। এলা তার হাত ধরে নিয়ে বাথরুমের ভিতরে থাকা জলে ভরা চৌবাচ্চার কাছে পৌঁছিয়ে দিয়ে যখন বেড়াতে যাবে ঠিক সেই সময়ই পা স্লিপ করে স্ত্রীকে নিয়ে চৌবাচ্চায় পড়ে যায় গোরা। তবে কি এখান থেকেই তাদের সম্পর্কের নতুন রসায়ন তৈরি হবে।
শুধু তাই নয়, আরও একটি প্রোমোতে দেখা গিয়েছে, ফুলওশয্যার রাতে যখন গোরা বাড়ি থেকে চলে যাচ্ছিল বাড়ির বাকিদের কথা বলে তাকে ঘরে ফিরিয়ে আনে এলা। বারান্দা থেকে শাড়ি ফেলে তাকে উপরে তোলে। তারপর মিষ্টি খাওয়ানোর মাধ্যমেও খুনসুটি জমে দু'জনের। আর তা বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে দেখে গোরার বাড়ির লোক। ফলে এখান থেকে স্পষ্ট, এলাকে গোরা মৈনাকের বলা কথার কারণে ভুল বুঝলেও, ঝগড়া, খুনসুটির মধ্যে দিয়ে হলেও ঘনিষ্টতা বাড়ছে দু'জনেরই। শেষ পর্যন্ত ছয় মাস পর কি হয় সেটাই দেখার। গোরা সত্যিই কি এলাকে ডিভোর্স দেবে, নাকি নায়িকা তার বরের মনে ভালবাসা জাগাতে পারবে? নাকি মৈনাকের ষড়যন্ত্রের মাশুল গুনতে হবে এলা-গোরা, দু'জনকেই?
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'গাঁটছড়া' ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছিলেন গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়। সেই থেকেই দারুণ সাড়া ফেলে তাঁদের 'খড়িদ্ধি' জুটির অনস্ক্রিন রসায়ন। ধারাবাহিক শেষ হওয়ার পর এই জুটি ফেরানোর দাবি জানায় দর্শক। সেই কথা মেনে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে আবারও দেখা যাচ্ছে এই জুটিকে। স্টার জলসার পর্দায় নিয়মিত সম্প্রচার হয় 'মিলন হবে কতদিনে'। এটি রোজ রাত সাড়ে ৯টা থেকে দেখা যায়।
