বলিউডে ফের নস্টালজিয়ার ঢেউ উঠতে চলেছে। রোমান্টিক ক্লাসিক ছবিগুলির বড় পর্দায় প্রত্যাবর্তনের সময় এবার ফের প্রেক্ষাগৃহে ফিরছে সলমন খান ও ভূমিকা চাওলার আইকনিক প্রেমকাহিনি ‘তেরে নাম’। আগামী ২৭ ফেব্রুয়ারি ছবিটি পুনরায় মুক্তি পেতে চলেছে। আর সেই খবরে ইতিমধ্যেই আবেগে ভাসছেন অনুরাগীরা।

২০০৩ সালে ‘তেরে নাম’ মুক্তির সময় বক্স অফিসে মাঝারি সাফল্য পেলেও, সময়ের সঙ্গে তা পরিণত হয়েছে একেবারে কাল্ট ক্লাসিকে। প্রয়াত পরিচালক সতীশ কৌশিকের পরিচালনায় এই ট্র্যাজিক প্রেমকাহিনিতে রাধে চরিত্রে সলমনের অভিনয় আজও তাঁর কেরিয়ারের অন্যতম সেরা বলে মনে করেন অনেকে। ছবির হৃদয়ছোঁয়া গল্প ও গান তার জনপ্রিয়তা ধরে রাখতে বড় ভূমিকা রেখেছে।

পুনর্মুক্তির তারিখ ঘোষণা হতেই সলমনের অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট, পুরনো স্মৃতির ঝাঁপি খুলে বসেছেন ভক্তরা। কেউ লিখেছেন, ‘২৩ বছর পর আবার ফিরে আসছে রাধের গল্প। ব্যথা, উন্মাদনা আর ভগ্ন হৃদয়ের প্রেমকাহিনি নতুন করে অনুভব করার সময় এসেছে।’ আর এক অনুরাগীর কথায়, ‘দু’দশক পর বড় পর্দায় আবার ‘তেরে নাম’। রাধে ভাইয়ার রাজত্ব ফিরছে।’
বক্স অফিসের হিসেবে, প্রায় ১২ কোটি টাকা বাজেটে তৈরি ‘তেরে নাম’ মুক্তির সময় বিশ্বজুড়ে আয় করেছিল আনুমানিক ২৪.৫৪ কোটি টাকা। ছবিটির দীর্ঘদিনের জনপ্রিয়তার কথা মাথায় রেখে এবার পুনর্মুক্তিতে বক্স অফিসে কী ফল করে, সেদিকেই তাকিয়ে ইন্ডাস্ট্রি।

উল্লেখ্য, এক সময় সলমন ‘তেরে নাম ২’-এর সম্ভাবনার কথাও ইঙ্গিত দিয়েছিলেন এবং পরিচালক সতীশ কৌশিকের সঙ্গে আলোচনা চলছিল বলে জানিয়েছিলেন। তবে সতীশের অকালপ্রয়াণে সেই প্রকল্প আর বাস্তবায়িত হয়নি। এবার অন্তত পুরনো ছবির পুনর্মুক্তির মাধ্যমে রাধের গল্প ফের বড় পর্দায় ফিরছে, এই খবরেই খুশি অনুরাগীরা।

">

সলমনকে পরবর্তীতে দেখা যাবে ‘ব্যাটল অফ গালওয়ান’-এ। অপূর্ব লখিয়ার পরিচালনায় ‘ব্যাটল অব গালওয়ান’ ছবিটি ২০২০ সালের গালওয়ান উপত্যকার ভয়াবহ সংঘর্ষকে তুলে ধরে যেখানে ভারতীয় এবং চিনা সেনারা অস্ত্র ছাড়াই মোকাবিলা করেছিলেন। এই বিরল সীমান্ত সংঘর্ষে সৈন্যরা লাঠি এবং পাথরের সাহায্যে হাতাহাতি করেছিলেন, যা সাম্প্রতিক ভারতের ইতিহাসে সবচেয়ে আবেগঘন ঘটনার মধ্যে একটি।

প্রভাবশালী বিষয়বস্তু এবং শক্তিশালী কাস্টের সঙ্গে ‘ব্যাটল অব গালওয়ান’ ভারতের সশস্ত্র বাহিনীকে নিয়ে তৈরি ছবিগুলির মধ্যে অন্যতম একটি হতে চলেছে। সলমনের সঙ্গে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অঙ্কুর ভাটিয়া, হর্ষিল শাহ, হীরা সোহল, অভিলাষ চৌধুরী এবং বিপিন ভরদ্বাজের মতো তারকারা।