গোধূলি বেলায় সমুদ্র সৈকতকে সাক্ষী রেখে কার বাহুলগ্না অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়? সম্প্রতি সমাজমাধ্যমে তাঁর পোস্টে চোখ আটকেছে নেটিজেনদের। দেখা যাচ্ছে গেরুয়া রঙের শার্ট পরে কেউ পিছন ঘুরে দাঁড়িয়ে আছেন আর তাঁর কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে আছেন সুস্মিতা। নায়িকার পরনে সাদা রঙের গাউন। কে এই রহস্যময় পুরুষ?
তাঁর পরিচয় যদিও নিজেই খোলসা করে দিয়েছেন সুস্মিতা। আসলে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সিয়ামের সঙ্গে এই ছবিটি তুলেছেন অভিনেত্রী। কারণ, তাঁরা প্রথমবার জুটি বাঁধছেন 'রাক্ষস' ছবিতে। এই ছবি নিয়ে আগেই ঘোষণা হয়েছিল। ছবির পরিচালনা করছেন ‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়।
জানা গিয়েছিল, শ্রীলঙ্কায় শুটিং হওয়ার কথা এই ছবির। এই প্রথমবার বাংলাদেশের ছবিতে দেখা যেতে চলেছে সুস্মিতাকে। এর আগে টলিউডের বহু অভিনেত্রীকে ওপার বাংলার ছবিতে দেখে ভালবাসা দিয়েছেন দর্শক। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য দর্শনা বণিক, ইধিকা পাল, মিমি চক্রবর্তীর মতো নায়িকারা। এবার পালা সুস্মিতার। সিয়ামের সঙ্গে তাঁর জুটিকে বড়পর্দায় দেখার অপেক্ষায় দুই বাংলার অনুরাগীরা।
প্রসঙ্গত, সুস্মিতা তাঁর কেরিয়ার শুরু করেছিলেন মডেলিংয়ের মাধ্যমে। এরপর 'প্রেম টেম' ছবিতে প্রথমবার বড়পর্দায় অভিষেক হয় তাঁর। ওটিটিতেও কাজ করেছেন তিনি। সুস্মিতাকে শেষ দেখা গিয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'তে। এক্ষেত্রে উল্লেখ্য, ওই ছবির শুটিং চলাকালীনই সৃজিতের সঙ্গে সুস্মিতার ঘনিষ্ঠতা নিয়ে চর্চা শুরু হয়েছিল। তারপর থেকেই বিভিন্ন পার্টি কিংবা অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেত তাঁদের। যদিও বরাবরই একে অপরকে 'ভাল বন্ধু' বলেই পরিচয় দিয়ে এসেছেন তাঁরা। কিন্তু সেই বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে সম্পর্ক যে আরও দূর এগিয়েছিল তা বুঝতে বাকি থাকেনি নেটিজেনদের। কিন্তু বর্তমানে সৃজিত-সুস্মিতাকে আর একসঙ্গে তেমন দেখা যায় না। এর কারণ হিসেবে অনেকেই মনে করছেন ওপার বাংলার ছবিতে ব্যস্ত নায়িকা। আবার অনেকের মতে 'মোহ' কেটেছে!
