দশ বছর পর পর্দায় ফিরেছে দেব-শুভশ্রী জুটি। তেমনই পুরনো মান-অভিমান ভুলে প্রসেনজিৎ-দেবশ্রী জুটিকেও আবার ছবিতে দেখতে চেয়েছিল দর্শক। তবে অতীতকে পিছনে ফেলে কি আর তা সম্ভব? এতদিন একে অপরের মুখোমুখি হননি, কথাও হয়নি! তাহলে কি আর একসঙ্গে অভিনয় করবেন তাঁরা? দর্শকের পাশাপাশি পর্দায় এই জুটিকে ফেরাতে চান চিরঞ্জিত চক্রবর্তী। সম্প্রতি সেকথা জানান দীপকদা।
কথায় বলে, প্রেমের তীব্রতা যেখানে বেশি, অভিমানও সেখানে আকাশছোঁয়া। সেই কারণেই হয়তো বরফ গলতে এতটা সময় লাগলো! এত বছর বাদে দেবশ্রীর সঙ্গে ছবি করার ইচ্ছে প্রকাশ করেছেন প্রসেনজিৎ৷ ঋতুপর্ণার মতো দেবশ্রী ও প্রসেনজিতের জুটিকে পর্দায় ফেরাতে চান চিরঞ্জিত। এবিষয়ে বুম্বাদা-কে জিঞ্জাসা করা হলে বিন্দুমাত্র না ভেবে তাঁর উত্তর, "অনেক ছোটবেলা থেকে আমাদেরকে চেনেন দীপকদা। আমি দীপকদার পরিচালনায় কাজ করতে সব সময় চেয়েছি। আমি চাই দীপকদা একটা ভাল স্ক্রিপ্ট লিখুন, আমি আবার দেবশ্রীর সঙ্গে একটা পরিণত প্রেমের ছবি করতে চাই।" সঙ্গে এও জানান যে তিনি পুরনো তিক্ততা মাথায় রাখতে চান না। হাসিমুখে সকলের সঙ্গে ভাল সম্পর্ক রাখার কথা জানান টলিউডের 'ইন্ডাস্ট্রি'।
কিন্তু নায়ক ফিরতে চাইলেও কি দেবশ্রী এই প্রস্তাবে রাজি হবেন? আজকাল ডট ইন এর তরফ থেকে দেবশ্রী রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে খানিকক্ষণ চুপ থাকার পর তিনি জবাব দেন, "এই মুহূর্তে আমার মন খুব ভারাক্রান্ত। এবিষয়ে এখনই ভাবতে চাইছি না, পরে কথা বলব।"
অন্যদিকে, চিরঞ্জিত চক্রবর্তী জানান, "এরকম হলে সত্যি তা ইন্ডাস্ট্রির জন্য দারুন হবে। দেখা যাক আমি অত ভাল পারি কিনা। এটা আবার সম্ভব হয় কিনা।" অর্থাৎ প্রসেনজিতের প্রস্তাবে একদিকে রাজি চিরঞ্জিত, একইসঙ্গে দেবশ্রীও সরাসরি 'না' বলেননি। হয়ত ভাল স্ক্রিপ্ট এলে ভেবে দেখবেন তিনিও।
'অহংকার', 'দেবীবরণ', 'রক্তের স্বাদ', 'আক্রোশ', 'উনিশে এপ্রিল'- এর মতো একাধিক ছবিতে প্রসেনজিৎ-দেবশ্রী জুটি নজর কাড়ে। আজও টলিউডের অন্যতম চর্চিত এই জুটি দর্শকের মনে আলাদা জায়গায় রয়ে গিয়েছে। ব্যক্তিগত কারণে তাঁদের মধ্যে বেড়েছে দূরত্ব। তবে সময় যেন সবকিছুরই সমাধান নিয়ে আসে। যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর অতীত নিয়ে কখনও কথা বলেননি, আজ তিনি অকপটে বলেন, "অতীতকে কখনও ছুঁড়ে ফেলে দেওয়া যায় না। ভালবাসা দুঃখ, ঘৃণা সবকিছুই দিয়েছে অতীত। সেই অতীতের জন্যই আজ আমি, মাঝে মাঝে অতীতে ফিরেও যেতে হয়।'
একসময় দেবশ্রী রায় জানিয়েছিলেন, তাঁর জীবনের সবচেয়ে সেরা জুটি আর কখনও ফিরবে না। কারণ তিনি মনে করেন, তাঁর কেরিয়ারে সবচেয়ে জনপ্রিয় জুটি তাপস-দেবশ্রী। তাপস পাল চলে যাওয়ার পর তা আর সম্ভব নয়। প্রসঙ্গত, অনেক বছর পর 'শাস্ত্রী' ছবির মাধ্যমে মিঠুন-দেবশ্রী জুটিকে দেখেছে দর্শক। অন্যদিকে, 'প্রাক্তন'-এর হাত ধরে ১৪ বছর পর বড় পর্দায় ফেরে প্রসেনজিৎ-ঋতুপর্ণা। তবে কি এবার পরিণত প্রেমের ছবিতে সত্যি দেখা যাবে প্রসেনজিৎ-দেবশ্রীকে? উত্তরের অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।
