সমাজমাধ্যমে কত কিছুই না ভাইরাল হয়! কখনও তা দৃষ্টিকটূ লাগে, কখনও আবার বিশেষভাবে নজর কাড়ে। কখনও কোনও ভিডিও মুগ্ধ করে, তো কোনওটা আবার শিউরে ওঠায়। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। এক তরুণীকে বেলি ডান্স করে রীতিমত তাক লাগাতে দেখা গিয়েছে।
এদিন যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে তিনি একটি ঘরে স্কার্ট টপ পরে বেলি ডান্স করছেন। তবে চমক সেখানে নয়। চমক হল তিনি কখনও আলতো ভাবে একটি তলোয়ার তাঁর কোমরে রেখে সেটা নিয়ে নাচছেন। তো কখনও আবার সেটাকে মাথায় রেখে নাচছেন। ফ্যান্টম ছবি থেকে আফগান জালেবি গানটিতে এই তরুণী রীতিমত ঝড় তুলেছে। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম লাবণ্য দাস।
মাত্র দুই দিন ৬০ লাখের বেশি লাইক পেয়েছে। প্রায় ১ কোটি ছাড়িয়ে গিয়েছে ভিডিওটির ভিউজ। বহু কমেন্টও এসেছে। তবে চমকে দেওয়ার বিষয় হল, একাধিক তারকাও মন্তব্য করেছেন তাঁর এই ভিডিওতে। আর সেখানে একটি নাম হল বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের। অভিনেত্রী লেখেন, 'অসম্ভব সুন্দর।' সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তপোজিৎ মিত্র লেখেন, 'বাহ সুন্দর!'
ইনস্টাগ্রামে এই তরুণীর বর্তমানে ফলোয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১.৫ মিলিয়নে। প্রিয়াঙ্কা চোপড়াও তাঁর ভিডিও শেয়ার করেছেন নিজের স্টোরিতে। তরুণীর নাচ দেখে কেউ তাঁর ব্যালেন্সের তারিফ করেছেন। কেউ আবার জানতে চেয়েছেন 'তলোয়ারে বেশি ধার নেই তো?'
ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে লাবণ্য নামক এই তরুণী তাঁর কোমরের কাছে তলোয়ারটা ব্যালেন্স করে রাখার চেষ্টা করছেন। কিন্তু সেটা বারবার পড়ে যাচ্ছিল। তারপর মাথায় রেখে নাচার চেষ্টা করেও একই ঘটনা ঘটে। কিন্তু এরপর যখন তিনি তলোয়ার সেট করে নাচা শুরু করলেন সেটা দেখে রীতিমত ছিটকে যেতে হয়! ঝড় তুললেন যেন গানের তালে তালে। একটা বিট মিস নয়। সোশ্যাল মিডিয়ায় কয়েক হাজার শেয়ারও হয়েছে এই ভিডিওটি।
