মনের মানুষকে মনের কথা জানানোর জন্য কত ধরনের পথই না মানুষ বেছে নেন! কখনও হাঁটু গেঁড়ে প্রোপোজ, কখনও ঘর সুন্দর করে সাজিয়ে মনের কথা জানানো, তো কখনও আবার অন্য কিছু। কিন্তু এমন ঘটনা যে কল্পনাতীত! পছন্দের অভিনেতার গানের তালে নেচে, তাঁর হুকস্টেপ নকল করে ভরা হাটে প্রেমিকাকে মনের কথা জানাল এই যুবক। আর নিমেষে ভাইরাল হল সেই ভিডিও।
এদিন যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে এক যুবক সাদা শার্ট, কালো প্যান্ট পরে তাঁর দলবল নিয়ে নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারে নাচছেন। সামনে লাল গাউন, সাদা ফারের স্টোল নিয়ে দাঁড়িয়ে তাঁর প্রেমিকা। কোন গানে? শাহরুখ খান, প্রীতি জিন্টা অভিনীত 'কাল হো না হো' ছবি থেকে 'প্রিটি ওম্যান' গানে। শুধু সেই গানে নাচ নয়, তিনি এদিন রীতিমত নকল করে শাহরুখ খানের সেই বিখ্যাত দুই হাত ছড়ানো স্টেপ থেকে প্রিটি ওম্যান গানের হুক স্টেপ। বাদ দেননি 'ম্যায় হুঁ না' ছবিতে কিং খানের করা মাথার উপর দিয়ে হাত ঘুরিয়ে 'ম্যায় হুঁ না' বলার সেই জনপ্রিয় কায়দা।
এই যুবকের নাচ দেখে তাঁর প্রেমিকা যে মুগ্ধ সেটা বলার অপেক্ষা রাখে না। তিনিও নাচতে থাকেন গানের তালে। তাঁদের এই কাণ্ড দেখে রীতিমত ভিড় জমে যায় টাইমস স্কোয়ারে। আসেপাশে থাকা সমস্ত মানুষরা যে বিশয়টায় বেশ মজা পেয়েছেন সেটা তাঁদের প্রতিক্রিয়া দেখেই বেশ বোঝা যাচ্ছে। কেউ হাসতে থাকেন, কেউ হাততালি দিতে থাকেন।
সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আসতেই নিমেষে তা ভাইরাল হয়েছে। অনেকেই তাঁর মনের মানুষকে ট্যাগ করে দেখিয়েছেন, কেউ আবার ছেলেটির নাচের তারিফ করেছেন। এক ব্যক্তি লেখেন, 'উফ পুরো স্বপ্ন।' কেউ আবার মজা করে লেখেন, 'মাঝে মাঝে আমারও তো এমন চমক পেতে ইচ্ছে করে। ওহ, তারপরই মনে পড়ে যায়, আমার তো ঘর থেকে বেরোতেই ভাল লাগে না।' আরেকজনের মতে, 'ছেলেটি অসাধারণ নাচে। কী দারুণ কায়দা। মুগ্ধ হয়ে গেলাম।' এক ব্যক্তি লেখেন, 'কবে যে কেউ এভাবে সারপ্রাইজ দেবে!'
বর্তমানে কয়েক লক্ষ ভিউজ পেয়েছে এই ভিডিও। বহুবার শেয়ার করা হয়েছে। একাধিক প্রোফাইল থেকে ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করা হয়েছে ভিডিওটি।
