টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
ভাইরাল কৃতির ভিডিও
বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের স্ট্রাগল পিরিয়ডের একটি পুরনো ভিডিও এখন নেট দুনিয়ায় রীতিমতো তোলপাড়। মাত্র ২২ বছর বয়সে দেওয়া একটি অডিশন ক্লিপ ভাইরাল হতেই কৃতির সোজাসাপ্টা কথা এবং আত্মবিশ্বাস নজর কেড়েছে দর্শকের। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কৃতি অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে নিজের পরিচয় দিচ্ছেন। সেখানে যখন তাঁকে পোশাক বা দৃশ্যের প্রয়োজনে সাবলীলতা নিয়ে প্রশ্ন করা হয়, তখন কৃতি খুব স্পষ্টভাবেই জানিয়ে দেন যে তিনি ‘টু-পিস’ বা বিকিনি পরতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আজকের গ্ল্যামার দুনিয়ায় যেখানে সাহসী পোশাক পরে নজর কাড়ার হিড়িক থাকে, সেখানে কৃতি সেই সময়ে দাঁড়িয়েও নিজের পছন্দ-অপছন্দ নিয়ে এমন দৃঢ় অবস্থানে ছিলেন দেখে নেটিজেনরা তার প্রশংসায় পঞ্চমুখ। সম্প্রতি ‘তেরে ইশক মে’ ছবিতে তার অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে। খুব শীঘ্রই তাঁকে হোমি আদাজানিয়ার ‘ককটেল ২’ ছবিতে শাহিদ কাপুর এবং রশ্মিকা মন্দানার সঙ্গে দেখা যাবে।
আমিরকে খুনের হুমকি
আমির খানের মতো একজন মেগাস্টারকে শুধু অভিনয়ের জন্যই নয়, তাঁর সামাজিক ও ব্যক্তিগত মতাদর্শের কারণেও বহুবার বিতর্কের মুখে পড়তে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিরের ভাগ্নে অর্থাৎ অভিনেতা ইমরান খান ফাঁস করেছেন এক চাঞ্চল্যকর তথ্য। তিনি জানান, কোনও ছবির জন্য নয়, বরং জনপ্রিয় টিভি শো 'সত্যমেব জয়তে' সঞ্চালনা করার সময় খুনের হুমকি দেওয়া হয়েছিল আমিরকে। ইমরান খান এক সাক্ষাৎকারে জানান, ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে সম্প্রচারিত এই অনুষ্ঠানটি দেশের নানা সামাজিক সমস্যা তুলে ধরেছিল। বিশেষ করে যখন আমিরের এই শো-তে 'কন্যা ভ্রূণ হত্যা'র মতো স্পর্শকাতর বিষয় নিয়ে পর্ব প্রচারিত হয়, তখন একদল মানুষ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমিরকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
আত্মহত্যা জনপ্রিয় অভিনেত্রীর
বিখ্যাত কন্নড় এবং তামিল টেলিভিশন অভিনেত্রী নন্দিনীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। বেঙ্গালুরুতে নিজের আবাসে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে বিষয়টিকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। পুলিশি সূত্রে জানা গিয়েছে, নন্দিনীর বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে, যাতে নিজের এই চরম সিদ্ধান্তের জন্য তিনি কাউকে দায়ী করেননি। দীর্ঘদিনের একাকিত্ব এবং ব্যক্তিগত জীবনের কিছু জটিলতাই তাঁকে এই পথে ঠেলে দিয়েছে বলে অনুমান করা হচ্ছে। নন্দিনী কন্নড় এবং তামিল ভাষার জনপ্রিয় একাধিক ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ তাঁর সহকর্মী এবং গুণমুগ্ধরা। আপাতত পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।
