আজকাল ওয়েবডেস্ক: বলিউড ছবি 'ছাভা' দেখে বুরহানপুরের গ্রামবাসীদের রাতের ঘুম উড়ে গেছে! আসিরগড় ফোর্টের কাছে মাটির নিচে মুঘল আমলের লুকানো সোনার গুপ্তধন আছে, এমন গুজব রটে যাওয়ায় রাত ৭টা থেকে ভোর ৩টা পর্যন্ত লাইট আর মেটাল ডিটেক্টর নিয়ে মাটি খুঁড়তে নেমেছে সবাই! ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আর তাতে দেখা যাচ্ছে সবাই যেন সোনার খোঁজে মাটির তলা ঘেঁটে ফেলছে! 

 

'ছাভা' সিনেমায় ছত্রপতি শম্ভাজি মহারাজ (ভিকি কৌশল) ও আওরঙ্গজেবের (অক্ষয় খান্না) মধ্যে মুঘল সম্পদের গল্প এমনভাবে দেখানো হয়েছে যে, গ্রামবাসীরা ভেবে নিয়েছে – সত্যিই এখানে সোনা লুকানো রয়েছে। বুরহানপুর ছিল একসময় মুঘলদের গুরুত্বপূর্ণ কেন্দ্র, আর সেই সূত্রেই এই তুমুল উত্তেজনা।

কিন্তু যখন পুলিশ এসে পৌঁছেছে, তখন পর্যন্ত বড় বড় কয়েকটা গর্ত পর্যন্ত খনন করা হয়ে গেছে! পুলিশ এখন বেআইনি খনন রোধে সাবধান করছে, কিন্তু গ্রামের লোকজনের বিশ্বাস অটুট – 'একটু খুঁজলে তো সোনার খোঁজ মিলবেই!'

ছাবা সিনেমেটি নিয়ে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে ইতিহাস বিকৃতি করার অভিযোগে। 

যদিও ইতিহাস নিয়ে একেবারেই ভাবতে নারাজ আসিরগড়ের মানুষ। সিনেমা কখনো ভুল বলতেই পারে না। অতএব সুযোগ পেলেই ফাঁকতালে চলছে মাটি খোড়াখুড়ি। পাছে মিলে যায় 'অমূল্য রতন'!

?ref_src=twsrc%5Etfw">March 7, 2025