আইভিএফ জালিয়াতি মামলায় পরিচালক বিক্রম ভাট, তাঁর স্ত্রী শ্বেতাম্বরি ভাট এবং আরও ছ’জনের বিরুদ্ধে লুকআউট নোটিস জারির পর এবার বিক্রম ভাটকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, রাজস্থান এবং মুম্বই পুলিশের যৌথ অভিযানে মুম্বইয়ে তাঁর শ্যালিকার বাসভবন থেকে তাঁকে আটক করা হয়। পরে রাজস্থান পুলিশ বিক্রম ভাটকে উদয়পুরে স্থানান্তরের জন্য বান্দ্রা আদালতে ট্রানজিট রিমান্ডের আবেদন করবে বলে জানা গিয়েছে।

ঘটনার সাত দিন আগে উদয়পুর পুলিশ বিক্রম ভাট, তাঁর স্ত্রী শ্বেতাম্বরি ভাট এবং আরও ছ’জনের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে। অভিযোগ, তাঁরা ইন্দিরা গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা ড. অজয় মুরদিয়ার সঙ্গে প্রায় ৩০ কোটি টাকা প্রতারণা করেছেন।

লুকআউট নোটিস অনুযায়ী, সমস্ত অভিযুক্তকে ৮ ডিসেম্বরের মধ্যে উদয়পুর পুলিশের কাছে হাজিরা দিতে বলা হয়েছিল এবং অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

প্রায় ২০ দিন আগে উদয়পুরে বিক্রম ভাট, শ্বেতাম্বরি ভাট-সহ মোট আটজনের বিরুদ্ধে ৩০ কোটি টাকার প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের হয়। অভিযোগে বলা হয়েছে, বিক্রম ভাট এবং তাঁর স্ত্রী ড. মুরদিয়াকে ২০০ কোটি টাকা লাভের প্রতিশ্রুতি দিয়েছিলেন। মামলার তদন্ত ভোপালপুরা পুলিশ পরিচালনা করছে।

পুলিশ রিপোর্ট অনুযায়ী, ড. অজয় মুরদিয়া (ইন্দিরা আইভিএফ হাসপাতালের মালিক) বিক্রম ভাট, তাঁর স্ত্রী, তাঁদের মেয়ে কৃষ্ণা, দিনেশ কাটারিয়া, মহবুব আনসারি, মুদিত বুটাটন, গঙ্গেশ্বরলাল শ্রীবাস্তব এবং অশোক দুবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, প্রয়াত স্ত্রীর জীবন নিয়ে একটি বায়োপিক নির্মাণ করতে চেয়েছিলেন ড. মুরদিয়া এবং সেই উদ্দেশ্যে তিনি দিনেশ কাটারিয়ার সঙ্গে যোগাযোগ করেন। কাটারিয়ার পরামর্শেই গত বছর ২৫ এপ্রিল তিনি মুম্বইয়ের বৃন্দাবন স্টুডিওতে বিক্রম ভাটের সঙ্গে সাক্ষাৎ করেন।

সেই বৈঠকে বিক্রম ভাট দাবি করেন, ছবি নির্মাণের সমস্ত দায়িত্ব তিনি সামলাবেন এবং প্রয়োজনীয় টাকা পাঠানোর কথা বলেন। অভিযোগ অনুযায়ী, তিনি জানান তাঁর স্ত্রী ও কন্যা প্রকল্পে সহযোগী হিসাবে যুক্ত আছেন এবং তাঁর স্ত্রী শ্বেতাম্বরি ভাটের নামে ‘ভিএসবি এলএলপি’ নামে একটি সংস্থাও রেজিস্টার রয়েছে।

সেপ্টেম্বরে বিক্রমের জীবনে নেমে আসে শোকের আঁধার। মা বর্ষা ভাটকে হারান তিনি।  তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং বহু অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্ষা ছিলেন প্রখ্যাত চিত্রগ্রাহক প্রবীণ ভাটের স্ত্রী।

বিক্রম তাঁর আসন্ন ছবি ‘হন্টেড: ঘোস্টস অব দ্য পাস্ট’এর প্রস্তুতি নিচ্ছিলেনন। আগেও তিনি হরর ঘরানায় নিজের স্বতন্ত্র শৈলীর ছাপ রেখেছেন। হরর ঘরানায় তাঁর দক্ষতা সুপরিচিত। তিনি ‘রাজ’, ‘১৯২০’, এবং ‘হন্টেড’-এর মতো একাধিক জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করেছেন। কিন্তু এই বিতর্কের কারণে নতুন সমস্যায় পড়তে হয়েছে পরিচালককে।