সংবাদসংস্থা মুম্বই: কবীর খান পরিচালিত 'চান্দু চ্যাম্পিয়ন'- অসাধারণ অভিনয় করে দর্শকের থেকে প্রশংসা পেয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান। তাঁকে বাহবা জানাতে বাদ যাননি বলি তারকারাও। বক্স অফিসেও দারুণ সাফল্য পেয়েছে এই ছবিটি। এবার সোশ্যাল মিডিয়ায় কার্তিক এবং 'চান্দু চ্যাম্পিয়ন'-এর পুরো টিমকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী বিদ্যা বালান।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন বিদ্যা, সেখানে তাঁকে বলতে শোনা গেল, "কার্তিক, কবীর এবং চান্দু চ্যাম্পিয়নের পুরো টিমকে অনেক অভিনন্দন জানাই। আমি কল্পনাও করতে পারি না যে একটা ছবির জন্য এইরকম পরিশ্রম করতে হয়েছে। প্রতিটি ফ্রেমে যেন গল্পের এক একটি দিক উঠে আসছিল। ছবিটি সত্যিই অনুপ্রেরণামূলক। আমি বিশ্বাসই করতে পারছিনা এটা কারোর জীবনের গল্প। একজন মানুষ জীবনে এত কিছুর মধ্যে দিয়ে গিয়েছেন, ভাবলেই অবাক লাগছে।"

বিদ্যা এরপর বলেন, "যাঁরা এখনও চান্দু চ্যাম্পিয়ন দেখেননি, তাঁরা দয়া করে আপনার কাছের প্রেক্ষাগৃহে গিয়ে এই ছবিটি দেখুন। আমার খুব ভাল লেগেছে। আশা করি আপনাদেরও ভাল লাগবে।"

প্রসঙ্গত, বিদ্যা এবং কার্তিককে আগামীতে 'ভুলভুলাইয়া ৩'-এ একসঙ্গে দেখা যাবে। এই ছবিতে বিশেষ ভুমিকায় থাকছেন তৃপ্তি দিমরি এবং মাধুরী দীক্ষিত। সবকিছু ঠিক থাকলে ২০২৪-এর দীপাবলিতে মুক্তি বহু প্রতীক্ষিত 'ভুলভুলাইয়া ৩'।