‘ছাওয়া’-র সাফল্যের পর আবারও এক বিরাট ক্যানভাসের ছবিতে দেখা যাবে বলিউড তারকা ভিকি কৌশলকে। এবার তিনি হাত মিলিয়েছেন ‘স্ত্রী ২’-এর পরিচালক অমর কৌশিকের সঙ্গে। তাঁদের নতুন প্রজেক্টের নাম ‘মহাবতার’। এই ছবিতে ভিকি অভিনয় করবেন পৌরাণিক চরিত্র চিরঞ্জীবী পরশুরামের ভূমিকায়।

তবে ছবির প্রস্তুতি শুরুর আগেই ভিকি কৌশল নিয়েছেন এক বড় সিদ্ধান্ত—মদ্যপান এবং আমিষ খাদ্য সম্পূর্ণরূপে ত্যাগ করবেন তিনি।

এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, “‘মহাবতার’-এর মতো একটি ছবি সম্পূর্ণ মনোযোগ দাবি করে। ভিকি এবং অমর দু’জনেই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা নিজেদের সর্বস্ব দেবেন এই সিনেমাটিকে ভালভাবে করে তুলতে। সেই কারণেই তাঁরা আমিষ খাবার ত্যাগ করছেন এবং আগামী বছরের মাঝামাঝি এক বৃহৎ পূজার মাধ্যমে ছবির প্রস্তুতি শুরু করবেন।”

সূত্র আরও জানায়, “অমর ইতিমধ্যেই খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেছেন। ভিকি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুট শেষ করেই এই অভ্যাস শুরু করবেন। এটি তাঁর তরফে ভগবান পরশুরামের চরিত্রের প্রতি শ্রদ্ধা জানানো।”

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘মহাবতার’ ২০২৬ সালের শেষের দিকে ফ্লোরে যাবে এবং ২০২৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।

ভিকির মতোই অভিনেতা রণবীর কাপুরও সম্প্রতি আমিষ খাবার এবং মদ্যপান ছেড়ে দিয়েছেন। তিনি বর্তমানে পরিচালক নীতেশ তিওয়ারি-র ‘রামায়ণ’ ছবির প্রস্তুতিতে ব্যস্ত। প্রতিবেদন অনুযায়ী, রণবীর কঠোর সাত্ত্বিক খাদ্যাভ্যাস, নিয়মিত ধ্যান এবং ব্যায়ামের মাধ্যমে নিজেকে চরিত্রের আধ্যাত্মিক শৃঙ্খলার সঙ্গে মানিয়ে নিচ্ছেন। রণবীর নাকি এখন পুরোপুরি নিরামিষভোজী।

এরই মধ্যে ভিকি এবং রণবীর কাপুরকে একসঙ্গে দেখা যাবে সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ। ছবিতে তাঁদের সঙ্গে অভিনয় করছেন আলিয়া ভাট। ছবিটি ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বাবা হতে চলেছেন ভিকি। স্ত্রী ক্যাটরিনা কাইফ অন্তঃসত্ত্বা। একটি পোলারয়েড ছবি পোস্ট করেছিলেন ক্যাট-ভিকি। সেখানে দেখা গিয়েছিল, ভিকি স্নেহভরে ছুঁয়ে রয়েছেন ক্যাটরিনার স্ফীতোদর। ক্যাটরিনা লিখেছিলেন, ‘আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু করতে চলেছি,কৃতজ্ঞতা আর আনন্দে ভরপুর হৃদয় নিয়ে।’

সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানের মঞ্চে ভিকিকে জিজ্ঞেস করা হয়, বাবা হতে চলেছেন, এইমূহুর্তর কোন ব্যাপারটির জন্য সবচেয়ে বেশি মুখিয়ে আছেন? লাজুক হেসে ভিকির উত্তর,“বাবা হতে চলেছি, স্রেফ এই বিষয়টি, আর কিছু না...সত্যি খুব উত্তেজিত আমি। এটা বিশাল আশীর্বাদ। প্রায় সময় এসে গিয়েছে, তাই প্রার্থনা করছি। মনে হচ্ছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমি বাড়ি থেকেই আর বেরোব না!”