সংবাদ সংস্থা মুম্বই: ভিকি কৌশল জানালেন, স্ত্রী ক্যাটরিনা কইফ তাঁর অভিনয় নিয়ে রীতিমতো স্পষ্টবাদী। তবে একই রকম স্পষ্ট মতামত যদি তিনি ক্যাটরিনাকে দেন, তা মোটেই পছন্দ করেন না বলেই জানান এই অভিনেতা। বলিউডের জনপ্রিয় জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ—একদিকে যেমন এই জুটির চমৎকার পারস্পরিক বোঝাপড়া, অন্যদিকে ঠিক ততটাই তাঁদের ব্যক্তিত্বের মজাদার সংঘর্ষ। সম্প্রতি, আয়োজিত এক আলোচনায় ভিকি কৌশল ও করিনা কাপুর খান মুখোমুখি হয়েছিলেন, যেখানে উঠে আসে তাঁদের সম্পর্কের অন্দরমহলের কিছু মজার অথচ ‘সত্যি’ গল্প।
ভিকি বলেন, “ক্যাট মানুষ হিসাবে খুবই সৎ। যা সত্যি, ঠিক তা-ই বলে। ও বলে, ‘এটা ভাল ছিল, এটা খারাপ ছিল, এটা আরও ভাল করা যেত।’ এমন খোলামেলা মতামত আমি সত্যিই পছন্দ করি।” তবে অভিনেতা এটাও বলেন, “যদিও কোনও কোনও সময় ও একটু নরম হয়ে নিজের মতামত দেয়, কারণ জানে যে আমার অনেক খাটনি থাকে কাজের পিছনে।”
আর উল্টোদিকে? নিজের কাজের বিষয়ে ভিকির মতামত কীভাবে নেন ক্যাটরিনা? সেকথা শুনলে হাসিতে ফেটে পড়বেন আপনিও। ভিকির মুখে একথা শুনে করিনা হেসে বলেন, “ইস, যদি সইফও এমন খোলামেলা মতামত নিতে পারত!” ভিকি সঙ্গে সঙ্গে পাল্টা দেন—“ওই তো, এখানেও একই অবস্থা! ক্যাটরিনা নিজেও সেটা নিতে চায় না। প্রথম ধাপ হওয়া উচিত উৎসাহ দেওয়া।”
এই কথোপকথনের অংশ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা শুরু করেছেন হাসাহাসি। কেউ বলছেন, “যদি দিতে পারো, তবে নিতে পারাও শেখো!”, কেউ বা লিখলেন - “ক্যাটরিনা সব সময় একটু স্পর্শকাতর ওঁর সমালোচনা নিয়ে।” আরেকজন লেখেন, “ও সেই বন্ধু, যে সবার রোস্ট করে, কিন্তু কেউ ওকে কিছু বললে মুখ ফুলিয়ে বসে।”
প্রসঙ্গত, ভিকি কৌশলকে বড়পর্দায় শেষবার দেখা গিয়েছে লক্ষ্মণ উটেকরের ‘ছাভা’ ছবিতে, যা বক্স অফিসে ঝড় তুলেছে—৮০০ কোটি টাকাররও বেশি আয় করে। অন্যদিকে, ক্যাটরিনাকে শেষ দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’ (২০২৪) ছবিতে, বিপরীতে ছিলেন বিজয় সেতুপতি।
