নিজস্ব সংবাদদাতা, মুম্বই: ছত্রপতি শিবাজির পুত্র সম্ভাজির চরিত্রে পর্দায় আসছেন ভিকি কুশল। মারাঠা সাম্রাজ্যের গল্প নিয়ে সম্প্রতি মুক্তি পেয়েছে ভিকির নতুন ছবি ‘ছাবা’-র প্রথম ঝলক। আর এই ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়েই হলিউডে ‘অ্যাভেঞ্জার্স’-এর মতো ছবি কেন তৈরি হয় সেই বিষয়ে ব্যাখ্যা করেন ভিকি।
লক্ষ্মণ উতেকার পরিচালিত 'ছাবা'-তে মারাঠা যোদ্ধা ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন ‘উরি’ অভিনেতা। আগামী ৬ ডিসেম্বর মুক্তি পাবে এই পিরিয়ড ড্রামা। ট্রেলার মুক্তির দিনে ভিকি এপ্রসঙ্গে বলেন, “পশ্চিমের চলচ্চিত্র নির্মাতারা অ্যাভেঞ্জার্সের মতো ছবি নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করেন। কারণ তাঁদের ছত্রপতি শিবাজি মহারাজ এবং ছত্রপতি সম্ভাজি মহারাজের মতো 'প্রকৃত সুপারহিরো' নেই।”
গত সোমবার হর হর মহাদেব ধ্বনিতে ‘ছাবা’র টিজার প্রকাশ্যে নিয়ে এলেন ভিকি। যেখানে একা হাতে ভিকিকে শত্রুদমন করতে দেখা গেল। এই সিনেমার জন্য ২৫ কিলো ওজন বাড়িয়ে ভিকি। আর তাঁর এই কসরত যে বড়পর্দায় বিফলে যাবে না, তারই ইঙ্গিত মিলেছে ছবির প্রথম ঝলকেই। ইতিমধ্যে ‘ছাবা’র টিজার দেখে নেটপাড়ায় রীতিমতো শোরগোল! ছবির টিজার মুক্তির অনুষ্ঠানে এসে ভিকি জানান যে, মারাঠা যোদ্ধার ভূমিকায় অভিনয় করা তাঁর জন্য সম্মানের। মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজি মহারাজের পুত্রের ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়ে তিনি আল্পুত।
এই বিষয়ে কথা বলতে বলতে অভিনেতা বলেন, 'আমি সবসময় বলি পশ্চিমে 'অ্যাভেঞ্জার্স'-এর মতো ছবি নির্মাণের প্রয়োজন রয়েছে কারণ তাঁদের কাছে সেই ধরনের সুপারহিরো নেই। যা আমাদের রয়েছে, আমাদের সত্যিকারের সুপারহিরো আছে। আমরা যদি ভারতের ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমরা সম্ভাজি, ছত্রপতি শিবাজির মতো এত সুপারহিরো খুঁজে পাব যে অন্য সব সুপারহিরো তাঁদের সামনে ব্যর্থ হবে। আমরা তাঁদের জন্য গর্বিত। তাঁদের বীরত্ব এবং আত্মত্যাগের কারণে আমরা এই সুন্দর দেশে থাকতে পারছি।'
ছবিটিতে ভিকি কৌশল ছাড়াও ‘ছাপা’ছবিতে সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে রশ্মিকা মান্দান্নাকে। মুঘল সম্রাট ঔঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না। এছাড়াও এই সিনেমায় মুখ্য অভিনয় করছেন আশুতোষ রানা, দিব্যা দত্ত সহ আরও অনেক অভিনেতা।
