বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর  তিনি। পাশাপাশি জনপ্রিয় বলিউডের তারকা  ভিকি কৌশলের বাবা। তিনি, শ্যাম কৌশল। সম্প্রতি, এক সাক্ষাৎকারে নিজের  জীবনের যে গল্প তিনি বললেন, তা কোনও হাই-অকটেন স্টান্ট নয়, বরং এক নিঃসঙ্গ ও ভয়াবহ যুদ্ধের দলিল।
এক সময় এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তিনি, যেখানে ডাক্তাররা জানিয়েছিলেন, বাঁচার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। সেই মানসিক ধাক্কায় ভেঙে পড়ে শ্যাখম কৌশল এমন একটা সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন যা শুনলে শিউরে উঠতে হয়—তিনি ভেবেছিলেন হাসপাতালের তৃতীয় তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন!একটি অপারেশনের পর ২০০৩ সালে নিজের শরীরে বাসা বাঁধা ক্যানসারের খবর পান শ্যা ম কৌশল।  তিনি জানান, সেই সময়টা ছিল তাঁর জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়।

 

তাঁর কথায়, “ডাক্তাররা সন্ধ্যেবেলা খবরটা দিলেন। রাতে আমি ভাবছিলাম, যখন মরতেই হবে, তখন এখনই ঝাঁপ দিই না কেন? কিন্তু অস্ত্রোপচারের যন্ত্রণায় আমি নিজেকে নড়াতে পারছিলাম না। তাই সেই সিদ্ধান্ত কার্যকর করতে পারিনি।”

 

“ভগবান, আমাকে এখানেই নিয়ে যাও… “-সেই সময়ে মনে মনে প্রার্থনা করে চলেছিলেন ভিকি কৌশলের বাবা।  হাসপাতালের ঘরের নিঃসঙ্গ নির্জনতায় তিনি প্রার্থনা করেন—ঈশ্বর যেন তাঁর প্রাণ সেখানেই নিয়ে নেন। কারণ তিনি মনে করতেন, "জীবনটা ভালই কাটিয়েছি, এবার শেষ হোক।”

 

আরও পড়ুন: ভয় ছিল তার শত্রু, সাহস ছিল তার অস্ত্র—‘রঘু ডাকাত’-এর প্রথম ঝলকেই বিদ্রোহের আগুন লাগলেন দেব!

কিন্তু পরে সেই রাতে নিজেই নিজেকে বোঝান, মৃত্যুর ভয় নয়, আশার আলোয় এগিয়ে যেতে হবে। পরদিন সকালে তিনি যেন নতুন মানুষ হিসেবে জেগে ওঠেন। শ্যামের কথায়, “মনে হল, এই তো কয়েকটা অপারেশন... ঠিক হয়ে যাব। এরপর থেকেই আমার মানসিকতা বদলে গেল।” এক বছরের মধ্যে একাধিক পরীক্ষা ও অস্ত্রোপচার হয় তাঁর। সৌভাগ্যক্রমে, ক্যানসার সারা শরীরে ছড়িয়ে পড়েনি। শ্যা ম বলেন—“ভগবানকে বলেছিলাম, আর ১০টা বছর দাও। আজ ২২ বছর পেরিয়ে গিয়েছে। সেই অভিজ্ঞতা আমার জীবনটাই পাল্টে দিয়েছে।”

 

তিন দশকের ক্যারিয়ার: স্টান্টম্যান থেকে হলিউড পর্যন্ত!  স্টান্টম্যান হিসেবে কেরিয়ার শুরু করা শ্যা ম কৌশল ১৯৯০ সালে ‘ইন্দ্রজ্বলম’ ছবির মাধ্যমে অ্যাকশন ডিরেক্টর হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর একে একে বলিউডের ব্লকবাস্টার ছবিগুলিতে তিনি অ্যাকশন ডিরেকশন করেছেন:

গ্যাংস অফ ওয়াসেপুর (২০১২)

ভাগ মিলখা ভাগ (২০১৩)

পিকে (২০১৪)

টাইগার জিন্দা হ্যায় (২০১৭)

পদ্মাবৎ (২০১৮)

সঞ্জু (২০১৮)

সিম্বা (২০১৮)

তিনি ‘স্লামডগ মিলিওনেয়ার’ (২০০৮)-এর মতো অস্কারজয়ী আন্তর্জাতিক প্রজেক্টেও কাজ করেছেন।

 

আজ তাঁর সন্তানরাও বলিউডের অন্যতম দুই মুখ। শ্যাম কৌশলের দুই ছেলে—ভিকি কৌশল ও সানি কৌশল, দুজনেই বলিউডে প্রতিষ্ঠিত অভিনেতা। ভিকি বর্তমানে ক্যাটরিনা কইফকে বিয়ে করেছেন।

 

আসলে, বেঁচে থাকার লড়াইয়ের গল্প বড্ড স্পেশ্যাল। শ্যাম কৌশলের জীবনের গল্প নিছকই একজন ক্যান্সার লড়াকুর গল্প নয়, এটা এক যোদ্ধার প্রতিচ্ছবি, যিনি মৃত্যুর মুখে দাঁড়িয়েও জীবনের জন্য লড়াই করতে শিখেছিলেন। একটা রাত, একটা মানসিক সিদ্ধান্ত—তাতেই বদলে গেল ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যৎই আজ ভিকি কৌশলের উজ্জ্বল ক্যারিয়ার, পরিবারে শান্তি, আর শত শত ছবিপ্রেমীর হৃদয়ে ছুঁয়ে যাওয়া এক জীবনের গল্প।