সংবাদ সংস্থা মুম্বই: সম্প্রতি মুক্তি পেয়েছে ভিকি কৌশল-রশ্মিকা মন্দানা অভিনীত ‘ছাবা’ ছবির ঝলক। সেখানে দেখা গিয়েছে, একসঙ্গে লেজিম বাদ্যযন্ত্রের সুরের তালে তালে নাচছেন জেশুবাঈ এবং ছত্রপতি শম্ভাজি মহারাজরূপী মন্দানা এবং ভিকি। এবং যা দেখে চটেছেন শিবাজির বংশধর এবং প্রাক্তন মারাঠা সাংসদ সম্ভাজিরাজে ছত্রপতি। খানিক ক্ষুব্ধ-ই তিনি।

 

তিনি জানিয়েছেন, মরাঠা সংস্কৃতিতে এই বিশেষ বাদ্যযন্ত্র ব্যবহারের উল্লেখ রয়েছে। কিন্তু ছত্রপতি তাঁর স্ত্রীকে নিয়ে লেজিম-এর তালে নেচেছিলেন কি না, সেটা তো কোথাও লেখা নেই! একই ভাবে আপত্তি রয়েছে ঐতিহাসিক দুই চরিত্রের পোশাক নিয়েও।

 

তাঁর মত, এই ছবি মুক্তির আগে প্রথম সারির ইতিহাসবিদদের দেখানো হোক। যদি ঐতিহাসিক কোনও তথ্যের ভুল-ত্রুটি থাকে, তাহলে তা বাদ দেওয়া যাবে অথবা শুধরে নেওয়া যাবে। অন্যথায় দর্শকের কাছে ভুল বার্তা চলে যেতে পারে। সেক্ষেত্রে কোনও ঐতিহাসিক ভুল থাকলে ছবি প্রদর্শিত হবে না। তাই তিনি নিজেও এই ছবিটি মুক্তি পাওয়ার আগে তাই দেখতে চেয়েছেন। 

 

তবে শিবাজির বংশধর এও জানান, ছবিতে বিনোদনমূলক দৃশ্য থাকবেই। কারণ, এটি শিবাজির উপরে নির্মিত তথ্যচিত্র নয়। পাশাপাশি, বড় পর্দায় নাটকীয়তা ফোটাতে গেলে ইতিহাসকে হুবহু অনুসরণ করাও সম্ভব নয়। সেই দিক মাথায় রেখেই তাঁর মত, সিনেমা তার পথেই হাঁটুক। তবে তথ্য বিকৃত না করে। কারণ এ ধরনের ছবি দেশের ইতিহাসকে গৌরান্বিত করে।তবে সেই সঙ্গে সম্ভাজিরাজের হুঁশিয়ারিও , ছবিতে তেমন কিছু দেখানো হলে মহারাষ্ট্রে ‘ছাবা’ যাতে মুক্তি না পায় সেই ব্যবস্থাই তিনি করবেন।

 

এখনও এই প্রসঙ্গে পাল্টা কোনও জবাব আসেনি 'ছবা'র নির্মাতাদের তরফে।