বলিউডের অন্যতম চর্চিত এবং পছন্দের জুটি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। সদ্যই তাঁরা তাঁদের জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। সন্তানসুখ পেয়েছেন। চলতি মাসেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কাইফ। বাবা হওয়ার পর সম্পর্কের কোন গোপন কথা ফাঁস করলেন ভিকি?
ভিকি কৌশল সম্প্রতি অতিথি হয়ে এসেছিলেন কাজল এবং টুইঙ্কেল খান্নার শো 'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল' -এ। সেখানেই তিনি মনে করলেন ক্যাটরিনার সঙ্গে তাঁর প্রথমবার দেখা হওয়ার কথা। কোথায়, কীভাবে তাঁদের দেখা হয়েছিল, কী কথা হয়েছিল সবটাই এদিন তিনি ভাগ করে নিয়েছেন।
ক্যাটরিনার সঙ্গে প্রথম দেখার স্মৃতি হাতড়ে ভিকি বলেন, 'স্টেজে, হ্যাঁ স্টেজেই আমাদের প্রথম দেখা হয়। তারপর ব্যাকস্টেজে। আমার এখনও মনে আছে, আমার এন্ট্রি ছিল, আর ওরও এন্ট্রি নেওয়ার ছিল তখনই। আমার সঙ্গে তখন সুনীল গ্রোভার ছিলেন। আমরা তিনজনই দাঁড়িয়ে ছিলাম। সুনীল আর ক্যাটরিনা যেহেতু ততদিনে 'ভারত'-এর শুটিং করে ফেলেছে, তাই ওদের মধ্যে বন্ধুত্ব ছিলই। আমায় তখন ও-ই (সুনীল গ্রোভার) ওর সঙ্গে আলাপ করায়। প্রথম পাঁচ মিনিট আমায় ক্যাটরিনা দেখাচ্ছিল যে কীভাবে শো হোস্ট করতে হয়। আমরা তখন স্টেজে উঠছিলাম খালি একটাই কথা বলতে, 'শুভ রাত্রি। সবাইকে ধন্যবাদ আসার জন্য'।'
ভিকি এদিন আরও বলেন, 'আমি গোটা শো-টাই কিন্তু সঞ্চালনা করেছি। শেষ হওয়ার পর যখন মনে হল, যে যাক অবশেষে মিটে গেল, তখন ও আমায় বলে, 'হাই আমি ক্যাটরিনা', আমিও জবাবে বলি, 'হাই আমি ভিকি'।' এরপর তিনি ক্যাটরিনার নকল করে বলতে থাকেন, 'তিনি জানো, দর্শককে নিয়ে কখনও ভাববে না। তুমি সবসময় এটা করবে, ওটা করবে...। আমি একটা গোটা ক্লাস করে ফেলি যে কীভাবে একটা শোয়ের সঞ্চালনার করতে হয়, তাও কখন...' অভিনেতার কথা শেষ হওয়ার আগেই কাজল বলে ওঠেন, 'যখন শো-টা শেষ হয়ে গিয়েছে।' অভিনেতা তখন সম্মতি জানিয়ে পুনরায় বলেন, 'হ্যাঁ, একদমই। যখন শো শেষ হয়েছে তখন। তো সেভাবেই ওর সঙ্গে আমার প্রথম আলাপ, কথা।' বলাই বাহুল্য ভিকির এই কথা শুনে হেসে ফেলেন সকলেই!
প্রসঙ্গত ২০২১ সালে সাতপাকে বাঁধা পড়েন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। ২০২৫ সালের ৭ নভেম্বর ভূমিষ্ট হয়েছে তাঁদের ছেলে। আপাতত তাঁদের সেই একরত্তির সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন।
