কোনও বলিউড নায়িকার বিয়ের পর অবধারিতভাবে তাঁর দিকে একটাই প্রশ্ন ধেয়ে আসে -‘কবে মা হচ্ছেন?’ ক্যাটরিনা কইফও তার ব্যতিক্রম নন। ২০২১ সালে অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করার পর থেকেই গুঞ্জন শুরু, ‘ক্যাটরিনা নাকি মা হতে চলেছেন!’ সেই জল্পনা ভেসেছে সোশ্যাল মিডিয়ার ঢেউয়ে। অবশেষে গত সেপ্টেম্বরে তাঁরা নিজেরাই জানালেন সুখবর, ‘বেবি কৌশল’ আসছে!
সন্তান আসার ঘোষণাটি একটু অভিনবভাবেই করেছিলেন তাঁরা। একটি পোলারয়েড ছবি পোস্ট করেছিলেন ক্যাট-ভিকি। সেখানে দেখা গিয়েছিল, ভিকি স্নেহভরে ছুঁয়ে রয়েছেন ক্যাটরিনার স্ফীতোদর। ক্যাটরিনা লিখেছিলেন, “আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু করতে চলেছি,কৃতজ্ঞতা আর আনন্দে ভরপুর হৃদয় নিয়ে।”
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Katrina Kaif (@katrinakaif)
এরপরই ভক্তদের মধ্যে শুরু হয় সুনামিসম উচ্ছ্বাস - বলিউডের সবচেয়ে পছন্দের দম্পতির ঘরে আসছে নতুন অতিথি!
সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানের মঞ্চে ভিকিকে জিজ্ঞেস করা হয়, বাবা হতে চলেছেন, এইমূহুর্তর কোন ব্যাপারটির জন্য সবচেয়ে বেশি মুখিয়ে আছেন? লাজুক হেসে ভিকির উত্তর,“বাবা হতে চলেছি, স্রেফ এই বিষয়টি, আর কিছু না...সত্যি খুব উত্তেজিত আমি। এটা বিশাল আশীর্বাদ। প্রায় সময় এসে গিয়েছে, তাই প্রার্থনা করছি। মনে হচ্ছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমি বাড়ি থেকেই আর বেরোব না!”