কোনও বলিউড নায়িকার বিয়ের পর অবধারিতভাবে তাঁর দিকে একটাই প্রশ্ন ধেয়ে আসে -‘কবে মা হচ্ছেন?’ ক্যাটরিনা কইফও তার ব্যতিক্রম নন। ২০২১ সালে অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করার পর থেকেই গুঞ্জন শুরু, ‘ক্যাটরিনা নাকি মা হতে চলেছেন!’ সেই জল্পনা ভেসেছে সোশ্যাল মিডিয়ার ঢেউয়ে। অবশেষে গত সেপ্টেম্বরে তাঁরা নিজেরাই জানালেন সুখবর, ‘বেবি কৌশল’ আসছে!

সন্তান আসার ঘোষণাটি একটু অভিনবভাবেই করেছিলেন তাঁরা। একটি পোলারয়েড ছবি পোস্ট করেছিলেন ক্যাট-ভিকি। সেখানে দেখা গিয়েছিল, ভিকি স্নেহভরে ছুঁয়ে রয়েছেন ক্যাটরিনার স্ফীতোদর। ক্যাটরিনা লিখেছিলেন, “আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু করতে চলেছি,কৃতজ্ঞতা আর আনন্দে ভরপুর হৃদয় নিয়ে।”

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Katrina Kaif (@katrinakaif)