মাত্র এক মাস আগে বাবা-মা হয়েছেন ভিকি কুশল ও ক্যাটরিনা কাইফ। পুত্র সন্তান জন্মের পর প্রথমবার বিবাহবার্ষিকীতে একসঙ্গে ধরা দিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি। মঙ্গলবার ৯ ডিসেম্বর ছিল তাঁদের বিয়ের চার বছরের জন্মদিন। চতুর্থ বিবাহবার্ষিকীতে একসঙ্গে সমাজমাধ্যমে ছবি পোস্ট করলেন ভি-ক্যাট।
এবারের বিবাহবার্ষিকী যদিও ভিকি-ক্যাটরিনার কাছে একেবারে অন্যরকম আবেগে ভরা। গত ৭ নভেম্বর তাঁরা বাবা–মা হয়েছেন। পুত্রসন্তানের আগমনে তাঁদের দাম্পত্যে এসেছে নতুন দায়িত্ব আর একই সঙ্গে অশেষ আনন্দ।
এই বিশেষ দিনে ভিকি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, ক্যাটরিনা একেবারে সাদামাটা, মেকআপবিহীন লুকে ভিকির কোলে মাথা রেখে মৃদু হাসছেন। মাতৃত্বের ক্লান্তি আর খুশির মিশেল ফুটে উঠেছে তাঁর মুখে। আর ভিকির চোখে স্পষ্ট ভালবাসা। দু’জনের চেহারায় ঘুমহীন রাতের ছাপ থাকলেও, সেই ক্লান্তির মধ্যেই যেন রয়েছে আনন্দের স্বাদ।
ছবির ক্যাপশনে ভিকি লেখেন, “আজ উদযাপন করছি… পরম সুখে, কৃতজ্ঞতায়, আর হ্যাঁ রাতে ঘুম নেই। আমাদের বিয়ের ৪ বছর পূর্ণ হল...।”
অভিনেতার এই পোস্ট অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে। কয়েক মুহূর্তের মধ্যে অভিনন্দন বার্তায় ভরে যায় সোশ্যাল মিডিয়া। তারকা থেকে আমজনতা, সকলেই নতুন বাবা–মা-কে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। ভক্তদের কেউ লিখেছেন, “বাবা–মা হওয়ার চেয়ে সুন্দর অনুভূতি আর কিছু নেই”। আবার কারওর মতে, “তোমাদের পরিবার আরও উজ্জ্বল হোক।”
রাজস্থানের ঐতিহাসিক ফোর্ট বারওয়ারায় ২০২১ সালে ভিকি-ক্যাটরিনার জমকালো কিন্তু সীমিত পরিসরের বিয়ের অনুষ্ঠান সকলকে তাক লাগিয়েছিল। গত চার বছরে সবসময়ই নিজেদের সম্পর্ক নিয়ে গোপনীয়তা বজায় রেখেছেন ভিকি-ক্যাটরিনা। কিছুদিন আগে জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন তাঁরা। হাজার ব্যস্ততার মাঝেও বিবাহবার্ষিকীর বিশেষ দিনটিকে একসঙ্গে উদযাপন করতে ভুললেন না তারকা দম্পতি। ভক্তদের মতে, সন্তানের আগমনে তাঁদের সম্পর্ক যেন আরও গভীর হয়েছে।
