সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

ভিকি-ক্যাটরিনার পরিবারে সদস্য বাড়ল! বাবা-মা হয়েই কী ঘটালেন? 
সদ্যই সন্তানসুখ পেয়েছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। মাত্র মাসখানেক আগেই ভূমিষ্ট হয়েছে তাঁদের ছেলে। বড় হয়েছে পরিবার। এবার, আরও একটু বাড়ল তাঁদের পরিবার, এই তারকা জুটি সম্প্রতি একটি বিলাসবহুল গাড়ি কিনেছে। ৩ কোটির বেশি দাম সেই গাড়ির। জানা গিয়েছে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ লেক্সাস এলএম৩৫০এইচ ৪এস গাড়িটি কিনেছেন। এটির বাজারদর ৩.২০ কোটি টাকা। সেই গাড়ি চড়ে ভিকির সফরের একাধিক ছবি, ভিডিও বর্তমানে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে তিনি তাঁর এই নতুন গাড়িতে চড়েই এসেছিলেন। 

কর্মক্ষেত্রে সমতা বিতর্কে জাহ্নবীকেই সমর্থন করলেন প্রিয়াঙ্কা
সম্প্রতি জাহ্নবী তাঁর এক বক্তব্যে নারীদের সমতা প্রসঙ্গে কথা বলেন, জানান মেয়ে হয়ে জন্মানোর থেকে বড় সুবিধা আর কিছুই না। তাঁর সেই ভিডিও সম্প্রতি সমাজমাধ্যমে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। জুনিয়রকে বাহবা দিয়ে তিনি লেখেন, 'কথপোকথনের মাধ্যমেই এটার শুরু হয়।' সেই ভিডিওতে জাহ্নবী কথা বলেন লিঙ্গ নির্বিশেষে সমতা, নারীত্বের জয়গান, তাঁদের ক্ষমতা নিয়ে। অভিনেত্রীর মতে, 'আমার মনে হয় এটা শুরু হয়, কথপোকথনের মাধ্যমে, তর্কের মাধ্যমে, আপনার বক্তব্য রাখার মধ্যে দিয়ে। আমার মনে হয় মহিলারা অপ্রতিরোধ্য। শুধু এটা তাঁদের আরও একটু বুঝতে হবে। মহিলা হয়ে জন্মানোর থেকে বড় সুবিধা আর কিচ্ছু হয় না। আমাদেরও একই ভাবে ট্রিট করা উচিত।' প্রসঙ্গত, দীর্ঘ সময় পর প্রিয়াঙ্কা চোপড়া আবারও ভারতীয় ছবিতে ফিরছেন। আগামীতে তাঁকে এস এস রাজামৌলির ছবি 'বারাণসী'তে দেখা যাবে। এটা মূলত একটি তেলেগু ছবি, যেখানে তাঁর সঙ্গে থাকবেন মহেশ বাবু, পৃথ্বীরাজ সুকুমারান। 

ইনস্টাগ্রাম 'তারকা' হলেই ছবিতে কাজ মিলছে! দাবি কুণাল রয় কাপুরের
কুণাল রয় কাপুরকে সম্প্রতি 'থোরে দূর থোরে পাস' সিরিজে দেখা গিয়েছে মোনা সিং এবং পঙ্কজ কাপুরের সঙ্গে। সিরিজে উঠে এসেছে ডিজিটাল ডিটক্সের প্রসঙ্গ। এই বিষয়ে কথা বলতে গিয়েই অভিনেতা জানান বর্তমানের এই ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার উপস্থিতি অনেকের কাছেই শাপে বর হয়েছে। আগে কাস্টিং ডিরেক্টররা নতুন মুখ, শিল্পীদের খুঁজে আনতেন। এখন সেই কাজটা ইনস্টাগ্রাম করে দেয়। তাঁর কথায়, 'আগে লোকজন নাটক দেখতে পৃথ্বী, এনসিপিএতে যেতেন, নতুন অভিনেতাদের অভিনয় দেখতেন। এবং ভাবতেন, এই অভিনেতা বেশ ভাল। একে ব্যবহার করা যেতে পারে। এখন কাস্টিং ইনস্টাগ্রাম থেকেই হয়। এটা এমন একটা খেলার মাঠ যেটার অংশ সবাই হতে চায়। কাস্টিং ডিরেক্টররা এখন ইনফ্লুয়েন্সারদের রিল বা প্রোফাইল দেখে, এবং ঠিক করে কোনও চরিত্রের জন্য আপনি ফিট কিনা। তারপর মেসেজে কথা বলেন। একেবারেই অন্য ধরনের একটা স্কিল।'