সংবাদ সংস্থা মুম্বই: বুধবার রাতেই বলিপাড়ায় এল দুঃসংবাদ। ৭৩ বছর বয়সে প্রয়াত প্রীতিশ নন্দী। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মুম্বইয়ে নিজের বাসভবনেই প্রয়াত হয়েছেন বিখ্যাত সাংবাদিক তথা লেখক প্রীতিশ। পেশায় সাংবাদিক হলেও আরও নানা ক্ষেত্রে বিখ্যাত ছিলেন প্রীতীশ। লেখক, চিত্রকর, রাজনীতিবিদ, চলচ্চিত্র নির্মাতা-সমস্ত ভূমিকাতেই তাঁকে দেখা গিয়েছে। পশু অধিকার রক্ষা করতে স্বেচ্ছাসেবী সংস্থাও গড়ে তোলেন তিনি। সাংবাদিক হিসাবে কেরিয়ারের মধ্যেই একাধিক বই লিখেছেন তিনি। ইংরাজি কবিতার অন্তত ৪০টি বই প্রকাশ করেছেন। বাংলা, উর্দু, পাঞ্জাবি কবিতা অনুবাদ করেছেন ইংরেজিতে। ১৯৯৩ সালে তিনি নিজের মিডিয়া সংস্থা 'প্রীতিশ নন্দী কমিউনিকেশনস'-এর প্রতিষ্ঠা করেন ৷ তাঁর এই কোম্পানি বহু চলচ্চিত্র, টিভি শো-সহ নানাবিধ কনটেন্টের প্রযোজনা করেছে।

 

প্রিয় বন্ধুর মৃত্যুসংবাদ প্রকাশ করেন অনুপম খের। প্রীতিশকে 'ইয়ারোঁ কা ইয়ার' বলে সম্বোধন করে সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন অনুপম। জানিয়েছেন, দীর্ঘদিনের বন্ধুকে হারিয়ে শোকস্তব্ধ বিখ্যাত এই বর্ষীয়ান অভিনেতা। লিখলেন, "আমার সবচেয়ে প্রিয় এবং নিকটতম বন্ধুর মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং মর্মাহত! আশ্চর্য এক কবি, লেখক, চলচ্চিত্র নির্মাতা এবং একজন সাহসী এবং অনন্য সাংবাদিক! মুম্বইয়ে আমার কেরিয়ারের প্রথম দিনগুলোয় তিনি আমার পাশে থেকেছেন এবং শক্তি দিয়েছিলেন। "

 

অতীতে আরও একটু ডুব দিয়ে অনুপম লিখে গিয়েছেন আরও- " আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। আমার দেখা সবচেয়ে নির্ভীক মানুষদের মধ্যে তিনিও ছিলেন অন্যতম। সবসময় লার্জার দ্যান লাইফ। তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। আজকাল আমাদের তেমন দেখা হত না। কিন্তু একটা সময় ছিল যখন আমরা অবিচ্ছেদ্য ছিলাম…. আমি তোমাকে এবং আমাদের একসঙ্গে কাটানো সময়গুলো বড্ড মিস করব, বন্ধু। ভাল থেকো।"

 

 

প্রসঙ্গত, রাজ্যসভার সাংসদ হয়েছিলেন প্রীতিশ। সাহিত্যের অসামান্য অবদানের জন্য ১৯৭৭ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন।