সংবাদ সংস্থা মুম্বই: বুধবার বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেল 'বেবি জন'। এই ছবির প্রথম পোস্টার মুক্তি পেতেই নড়েচড়ে বসেছিল নেটপাড়া। একে অ্যাকশন ঠাসা ছবি, তার উপর জুড়ে রয়েছে বরুণ ধাওয়ান এবং অ্যাটলির নাম। ‘জওয়ান’-এর পর বলিউডে এটি দ্বিতীয় ছবি অ্যাটলির। তবে পরিচালক হিসাবে নয়, বরং এই ছবির অন্যতম সহ-প্রযোজক হিসাবে দায়িত্ব সামলেছেন অ্যাটলি। ছবিতে বরুণ ছাড়াও প্রধান ভূমিকায় রয়েছেন কীর্তি সুরেশ, ওয়ামিকা গাব্বি, সানিয়া মালহোত্রা এবং জ্যাকি শ্রফ।

 

এই ছবি প্রসঙ্গে বরুণ জানালেন, 'বেবি জন' অনেকটা 'ইন্ডিয়ান থালি'র মতো।‌ অর্থাৎ 'ইন্ডিয়ান থালি'তে যেমন একটি থালার মধ্যে ভারতের বিভিন্ন রাজ্যের নানা কিসিমের খাবারের পদ পাশাপাশি সাজিয়ে গুছিয়ে একসঙ্গে পেশ করা হয়, এই ছবিতেও তাই হয়েছে। হিন্দি ও দক্ষিণী ছবির আঙ্গিককে মিলিয়ে মিশিয়ে বিভিন্ন বিষয়কে একসঙ্গে পেশ করা হয়েছে। এখানেই থামেননি‌ বরুণ। অমিতাভ বচ্চন 'হম' ছবির সঙ্গেও তুলনা টেনেছেন এই ছবির। অভিনেতার কথায়, " ছোটবেলায় 'হম' ছবিটি খুব পছন্দের ছিল আমার। অমিতাভ বচ্চনকে দু'টো আলাদা অবতারে দেখা গিয়েছিল। যেন দ্বৈত চরিত্র। এই ছবিতেও অনেকটা তাইই রয়েছে। এছাড়াও ছবিতে নারী সুরক্ষার বার্তা দেওয়ার পাশাপাশি কীভাবে তা করা উচিত, সেই বিষয়টিও‌ বলা হয়েছে। এছাড়াও শিশুদের দেখভাল করা নিয়েও নানা বার্তা দেওয়া হয়েছে ছবিজুড়ে।"

 

পরতে পরতে টানটান থ্রিল থাকার পাশাপাশি বন্দুকের কানফাটানো আওয়াজ, আগুনের লেলিহান শিখা, ঝলকে ঝলকে রক্ত-সবমিলিয়ে প্রথম দিন ‘বেবি জন’ দেখে মুগ্ধ দর্শক।