সংবাদসংস্থা মুম্বই: উর্বশী রাউতেলা এখন পুরোপুরি ‘কান মোড’-এ! কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫-এর উদ্বোধনী দিনে চোখধাঁধানো এক পোশাকে রেড কার্পেটে হেঁটেছিলেন অভিনেত্রী। গায়ে ছিল লাল, নীল, আর হলুদের তীব্র রঙে ভরপুর গাউন— সঙ্গে মাথায় রঙিন টায়ারা, হাতে ঝলমলে ক্রিস্টালে মোড়া টিয়া-পাখির আকৃতির ক্লাচ, আর ঝলমলে সব গয়না। তারপর লাল গালিচায় ছেঁড়া পোশাকেও কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি।
কান-এর মঞ্চে প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনকে নাকি নকল করেছেন উর্বশী রাউতেলা! চলচ্চিত্র উৎসবে উর্বশীর প্রথম দিনের লুকের সঙ্গে ২০১৮ সালে ঐশ্বর্যের আইকনিক কান উপস্থিতির তুলনা টেনেছেন নেটিজেনরা। তাঁদের মতে, বচ্চন-বধূর পোশাককে নকল করে নিজের পোশাক বানিয়েছিলেন উর্বশী। এই নিয়ে কিছুদিন ধরেই তোলপাড় নেটপাড়া।
অবশেষে নেটিজেনদের জোর সমালোচনার জবাব দিলেন 'ডাকু মহারাজ' অভিনেত্রী। তিনি জানান, কারওর নকল করতে ইন্ডাস্ট্রিতে আসেননি। তিনি একজন আলাদা ব্যক্তিত্ব। তাঁর চেহারা, তাঁর আত্মবিশ্বাস তাঁকে সকলের থেকে আলাদা পরিচিতি দিয়েছে। তাই তাঁর বিরুদ্ধে করা নিন্দুকদের নিন্দা মন্তব্য আরও চালিয়ে যেতে বলেন তিনি। কারণ নায়িকা মনে করেন, একজন রানির পথে নিন্দা কখনও বাধা হয়ে দাঁড়ায় না।
প্রসঙ্গত, কান-এর গালিচায় বিভিন্ন ফ্যাশনে একেবারে বাজিমাৎ করেছেন আলিয়া। তবে বহুমূল্য পোশাক ও ব্যাগ নিয়েও একেবারেই ছাপ ফেলতে পারেননি উর্বশী। বরং তিনি তাঁর ব্যবহারের জন্য নিন্দিত হয়েছেন। তবে সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন উর্বশী রাউতেলা। ছবিতে তাঁর সঙ্গে দেখা যায় আলিয়াকে। যেখানে উর্বশীকে সামনে থেকে দেখেও এড়িয়ে গিয়েছেন বহু তারকারা, সেখানে তাঁর সঙ্গে নিজস্বী তুলেছেন আলিয়া। তাই উর্বশী কটাক্ষের শিকার হলেও প্রশংসিত হয়েছেন আলিয়া।
