উর্বশী রাউতেলা। আড়ম্বরে মুড়ে রাখা তাঁর জীবন। তাই মায়ের জন্মদিনেও জাঁকজমক ছিল দেখার মতো। তাঁর মা মীরা রাউতেলার বিশেষ দিনটি উদযাপন করতে অভিনেত্রী বেছে নিয়েছিলেন বিশ্বের উচ্চতম হোটেল। যেখানে আবেগ আর উষ্ণতা মিলেমিশে একাকার।

নেটমাধ্যমে শেয়ার করা একটি ভিডিওয় উর্বশী অনুরাগীদের সামনে তুলে ধরেছেন সেই ঘরোয়া অথচ রাজকীয় উদযাপনের ঝলক। ভিডিওয় দেখা যায়, মায়ের কেক কাটার মুহূর্তে আনন্দে নাচছেন উর্বশী। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে তিনতলা সোনালি কেক। অনেকেই জানেন, সোনালি রং উর্বশীর কাছে উৎসব, প্রাচুর্য এবং গর্বের প্রতীক। এই উদযাপনেও সেটি বিশেষ গুরুত্ব পেয়েছে। 

এখানেই শেষ নয়। অনুষ্ঠানে আরও রাজকীয় হয়ে ওঠে উর্বশীর আয়োজনে। মায়ের মাথায় ২৪ ক্যারাট সোনার মুকুট পরিয়ে দেন তিনি। শান্তভাবে বসে থাকা মীরা রাউতেলার মুখে তখন প্রশান্ত হাসি। আর কন্যার উচ্ছ্বাস দেখার মতো। পোস্টের ক্যাপশনে উর্বশী লেখেন, ‘বিশ্বের উচ্চতম হোটেলে মায়ের জন্মদিন উদযাপন। সঙ্গে রাজকীয় ২৪ ক্যারাট সোনার মুকুট সমেত। আমরা সবাই তোমায় ভালবাসি। মায়ের জন্মদিন এবার গ্লোবাল। শুধুই ভালোবাসা।’ এই বার্তায় আপ্লুত হয়ে অনুরাগীরা শুভেচ্ছা ও ভালবাসায় ভরিয়ে দেন কমেন্ট বক্স।

প্রসঙ্গত, মায়ের জন্মদিন উদযাপনে উর্বশীর রাজকীয় আয়োজন নতুন নয়। গত বছরও সকলের উপস্থিতিতে তিনতলা সোনালি কেক কাটেন মীরা। সেই সময় ভাইরাল হওয়া এক ভিডিওয় দেখা যায়, কেকের এক টুকরো তিনি নিজেই খাইয়েছিলেন এক পাপারাজিকে এবং সকলকে উদযাপনে সামিল হতে আমন্ত্রণও জানান। এই ঔদার্য ও আন্তরিকতা তখন যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল।

উর্বশী কে শেষ দেখা গিয়েছিল অ্যাকশন ড্রামা ‘ডাকু মহারাজ’-এ। বর্তমানে তিনি প্রস্তুতি নিচ্ছেন মনস্তাত্ত্বিক হরর ছবি ‘কসুর ২’-এর জন্য। গ্লেন ব্যারেটো পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন আফতাব শিবদাসানি ও জ্যাসি গিল।  পাশাপাশি আহমেদ খান পরিচালিত বহু প্রতীক্ষিত কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এও দেখা যাবে উর্বশীকে। জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে রয়েছেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল, লারা দত্ত, জ্যাকলিন ফার্নান্ডেজ, রবীনা ট্যান্ডন-সহ একঝাঁক তারকা। ছবির প্রথম শিডিউলের শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে এবং চলতি বছরের মধ্যেই মুক্তির পরিকল্পনা রয়েছে। ব্যস্ততার মধ্যেও পরিবারকে কেন্দ্র করে এমন আবেগঘন মুহূর্ত কাটানোই যেন উর্বশীর জীবনের এক বিশেষ দিক।