আজকাল ওয়েবডেস্ক: একের পর এক রুদ্ধশ্বাস মনস্তাত্ত্বিক চাল, ক্ষণে ক্ষণে বদলে যাওয়া সমীকরণ আর নাটকীয় বিশ্বাসঘাতকতার শেষে ‘দ্য ট্রেটরস ইন্ডিয়া’ জিতে নিলেন উরফি জাভেদ এবং নিকিতা লুথার। প্রাইম ভিডিয়োয় সম্প্রচারিত এই রিয়্যালিটি শো-এর চূড়ান্ত পর্বে বাকি প্রতিযোগীদের বুদ্ধির প্যাঁচে ফেলে ‘ট্রেটর’দের মুখোশ খুলে দেন তাঁরা। পুরস্কারমূল্য হিসাবে দু’জনে পেলেন ৭০ লক্ষ টাকা।
পরিচালক-সঞ্চালক কর্ণ জোহরের তত্ত্বাবধানে শুরু হয় জনপ্রিয় ডাচ রিয়ালিটি শো ‘ডি ভেরাডার্স’-এর ভারতীয় সংস্করণ ‘দ্য ট্রেটরস ইন্ডিয়া’। এই শো-তে ২০ জন তারকাকে ‘ইনোসেন্ট’ (সাধারণ প্রতিযোগী) এবং ‘ট্রেটরস’ (বিশ্বাসঘাতক) এই দুই দলে ভাগ করে দেওয়া হয়। খেলার মূল লক্ষ্য, ‘ট্রেটরস’-দের হাতে ‘খুন’ হওয়ার আগে ‘ইনোসেন্ট’দের তাঁদের খুঁজে বার করতে হবে।
চূড়ান্ত পর্বের শুরুতেই খেলা থেকে ছিটকে যান অপূর্ব মুখিজা। এর পরদিন সকালে প্রতিযোগীরা জানতে পারেন, দুই ‘ট্রেটর’ হর্ষ গুজরাল এবং পূরব ঝা ‘খুন’ করেছেন জ্যাসমিন ভাসিনকে। এই ঘটনার পরে ফাইনালের দৌড়ে টিকে থাকেন কেবল পাঁচ প্রতিযোগী- উরফি, নিকিতা, সুধাংশু পাণ্ডে, হর্ষ এবং পূরব।
কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দেয় একটি ঘটনা। বিলিয়ার্ড রুমে হর্ষ এবং পূরবের কথপোকথন শুনে ফেলেন উরফি। তাতেই উরফির কাছে স্পষ্ট হয়ে যায় যে তাঁরাই হলেন আসল বিশ্বাসঘাতক। এরপরেই চূড়ান্ত ভোটাভুটিতে উরফি পূরবের নাম নিলে তিনি খেলা থেকে ছিটকে যান। শেষে নিকিতার সঙ্গে মিলে উর্ফি একে একে সুধাংশু (ইনোসেন্ট) এবং হর্ষকে (ট্রেটর) খেলা থেকে বার করে দেন।