জি বাংলার ধারাবাহিক 'কুসুম'-এ এখন জোরদার টুইস্ট। গল্পের মোড়ে রোজ কিছু না কিছু ঘটছে। আবারও ইন্দ্রাণীর চোখের আড়ালে ঘটতে চলেছে এক বিরাট কাণ্ড! কুসুম এখন উঠেপড়ে লেগেছে ঈশান ও অনুশ্রীকে এক করার জন্য। এদিকে, বহুদিন আগেই দেবলীনাকে ছোটছেলের পাত্রী হিসেবে বেছে রেখেছে ইন্দ্রাণী। ঈশানের ভালবাসা তাই গুরুত্ব পায় না বাড়িতে। এমনকী প্রথমদিকে আয়ুষ্মানও ভুল বুঝেছিল ভাইকে। 

 


পরে যদিও ঈশান ও অনুশ্রী প্রমাণ করে দেয় তারা একে অপরকে কতটা ভালবাসে। তাই দু'জনের বিয়ে দেওয়ার জন্য কুসুমও এগিয়ে আসে। তবে ইন্দ্রাণীর চোখের আড়ালেই চলে ঈশান ও অনুশ্রীর বিবাহ অভিযানের পর্ব। অনুশ্রী জানায়, সবার আগে তার বাবাকে এই বিয়েতে রাজি করাতে হবে। 

 


সেই মতো ছদ্মবেশে অনুশ্রীর গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছয় কুসুম, আয়ুষ ও ঈশান। এক ঝলক তাদের তিনজনকে দেখলে চমকে উঠতে হয়। এ যেন একেবারে অন্য অবতার! একেবারে ছাপোষা গ্রামের লোকের সাজে সেখানে হাজির তিনজন। কুসুম অনুশ্রীর বাবার কাছে পরিচয় দেয় সে তার স্বামী ও দেওরকে নিয়ে পাশের গ্রাম থেকে এখানে এসেছে। অনুশ্রীও ছদ্মবেশে তাদের দেখে হকচকিয়ে ওঠে। এবার ছদ্মবেশেই অনুশ্রীর বাবার মন জয় করবে কুসুম, আয়ুষ ও ঈশান? নাকি শেষমেশ ধরা পড়ে যাবে? 

 


এসব প্রশ্নের উত্তর মেলার আগেই গল্পে এল নতুন টুইস্ট। কুসুম ও আয়ুষ্মান যেহেতু স্বামী-স্ত্রীর ছদ্মবেশে রয়েছে তাই অনুশ্রীর বাবা জানায় যে তাদের একটা ঘরেই থাকতে হবে। আর ঈশানের ঠাঁই হয় বাড়ির গোয়াল ঘরে। এদিকে, রাতে আয়ুষ্মানকে খাটে ঘুমাতে বলে কুসুম আর সে মেঝেতে চাদর পেতে শোয়। কিন্তু হঠাৎ ঘরে ঢোকে এক আরশোলা। আরশোলায় আবার বেজায় ভয় আয়ুষের। সে আরশোলা দেখে ভয়ে কেঁপে ওঠে। কুসুম তাকে সামলাতে গেলে ভয়ের চোটে কুসুমকে জড়িয়ে ধরে সে। 

 

 

এই প্রথম আয়ুষ্মানের ছোঁয়া পেতে ভাবে বিভোর হয় কুসুম। এবারই গল্পে আসছে কুসুম-আয়ুষের রোম্যান্স? আয়ুষ কি একটু একটু করে কুসুমকে ভালবাসবে? আয়ুষের স্ত্রীর স্বীকৃতি কি পাবে কুসুম? ধারাবাহিকের নতুন প্রোমো দেখে এমন প্রশ্নই ঘুরছে দর্শকের মনে। 

 


সম্প্রতি, সামনে আসা 'কুসুম'-এর নতুন প্রোমোতে এই চমক দেখে দারুণ উত্তেজিত দর্শক মহল। এমনই টিআরপিতে খারাপ ফল করে না কুসুম। এই টুইস্টে কি আরও নম্বর বাড়বে ধারাবাহিকের? সেটাই এখন দেখার।