নিজস্ব সংবাদদাতা: জি বাংলায় সদ্য শুরু হয়েছে এন আইডিয়াজ-এর ধারাবাহিক 'অমর সঙ্গী'। গল্পে রাজ ও শ্রীর প্রেম জমে উঠলেও এখনও টিআরপি তালিকায় জায়গা পায়নি এই ধারাবাহিক। শুরুতে শ্রীর সঙ্গে তেমন ভাব না জমলেও এখন গল্পের খাতিরে বেশ ভালভাবেই এগোচ্ছে রাজ-শ্রীর প্রেম। 


কিছুদিন আগে চ্যানেলের তরফে প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা গিয়েছিল, শ্রীর সঙ্গে বিয়ের পাকা কথা বলার জন্য রাজের মা একটি বাড়ি ভাড়া করে। শ্রী তার পরিবারের সঙ্গে ওই বাড়িতেই আসে। মনে মনে ভাবে এটাই রাজের আসল বাড়ি। কিন্তু রাজ এই সাজানো পরিস্থিতিতে অস্বস্তিতে পড়ে। তাই সে সবার সামনে সত্যিটা আনতে চায়। মিথ্যের আশ্রয় নিয়ে সম্পর্ক গড়বে না বলেই ঠিক করে রাজ। কিন্তু ঘটনাচক্রে শ্রীকে সত্যিটা বলে উঠতে পারে না সে। 


ইতিমধ্যেই বিয়ের দিন পাকা হয়ে যায় তাদের। বিয়ের দিন সকালে এসে রাজ, শ্রীকে সব সত্যিটা জানিয়ে দেয়। সে যে কোনও বড়লোক বাড়ির ছেলে নয়, একজন সাধারণ মেকানিক, এই কথা শোনার পর অবাক হয়ে যায় শ্রী। বিয়ের আসরে যাওয়ার আগে সে জানায়, মিথ্যে দিয়ে কোনও সম্পর্ক শুরু হলে তা টেকে না। এরপর ঠিক কোন সিদ্ধান্ত নেবে সে? রাজের সত্যিটা জানার পর কি তাকে ফিরিয়ে দেবে শ্রী? না সারাজীবন রাজের হাত ধরেই জীবন কাটানোর সিদ্ধান্ত নেবে? এই উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।