নিজস্ব সংবাদদাতা: টিআরপি তালিকায় বেশ ভালই ফল করছে স্টার জলসার ধারাবাহিক 'উড়ান'। সপ্তাহের শেষে তাই হাসিমুখেই দেখা যায় ধারাবাহিকে নায়ক-নায়িকাকে। কিন্তু অনস্ক্রিন তাঁদের সম্পর্ক একেবারে আদায় কাঁচকলায়। 

 

 

গল্পের নিত্যনতুন মোড়ে 'মহারাজ' আর 'পূজারিণী'র সম্পর্ক যেন একটু একটু করে গড়ে উঠছে। মনের কথা একে অপরকে বলে ওঠে হয়নি তাদের। তবুও যেন দু'জন, দু'জনের প্রতি এক অজানা বাঁধনে বাঁধা পড়ে আছে। যতই ঝড় আসুক, একে অপরকে আগলে রেখেছে তারা। 

 

 

এর মধ্যেই মহারাজের ছোটবেলার ভয়ঙ্কর স্মৃতি আবারও উঠে আসে। খুনের দায়ে জড়িয়ে পড়েছিল মহারাজ। কিন্তু আসল সত্যটা কী? তা এখনও জানতে পারেনি পূজারিণী। তা জানার জন্যই মরিয়া হয়ে উঠেছে সে। সম্প্রতি, চ্যানেলের তরফে এল নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, মহারাজ ও তার বাবাকে পূজারিণী বলছে, কেন তাকে সবাই মিলে এইভাবে ঠকাল? সত্যিটা সামনে না আসা পর্যন্ত সে নাকি জল স্পর্শ করব‌ে না। তার এই কথা শুনে মহারাজের বাবা বলেন, সে ভুল বুঝছে মহারাজকে। কিন্তু পূজারিণীও তার প্রতিজ্ঞায় অনড়। মাঝে অন্য সুর তুলে সোমনাথ বলে, অন্যের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হয়।এই সময় রেগে গিয়ে মহারাজ বলে সত্যিটা সে কিছুতেই সবার সামনে আসতে দেবে না।

 

 

মহারাজের সত্যিটা কি সামনে আসবে? না তাদের মধ্যে আবারও তৈরি হবে ভুল বোঝাবুঝি? উত্তর মিলবে ১৩ সেপ্টেম্বর, শুক্রবার, 'উড়ান'-এর মহাপর্বে।