১৫ জানুয়ারি দেবের মায়ের জন্মদিন। জন্মদাত্রীর বার্থডের মধ্যরাতেই একগুচ্ছ ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন তাঁকে অভিনেতা-সাংসদ। এই বছর ৬০ বছরে পা দিলেন দেবের মা, অর্থাৎ খাতায় কলমে প্রবীণ নাগরিক হলেন, আর সেই কথাই ধরা পড়ল অভিনেতার লেখায়। 

এদিন দেব যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে প্রথম ছবিটিতে তাঁকে মাকে জড়িয়ে চুমু খেতে দেখা যাচ্ছে। পরের দু'টি ছবিতও রঘু ডাকাত ছবির শুটিংয়ের সময় তোলা যে সেটা দেবের সাজ, পোশাক দেখেই স্পষ্ট। পরের ছবি দু'টি ২০২৫ সালের দোলের সময় তোলা। বাকি চবিগুলোতেও তাঁদের নানা সময়ের আদুরে মুহূর্ত ধরা পড়েছে। বাদ যায়নি মিঠুন চক্রবর্তীর সঙ্গে বাবা মায়ের ছবি। রয়েছে রুক্মিণী মৈত্র এবং তাঁর মায়ের সঙ্গে দেবের মায়ের ছবিও। দেখা গেল তাঁদের কাশ্মীর সফরের একটি বিরল, অদেখা ফ্যামিলি ফটো। 

এই ছবিগুলো পোস্ট করে দেব ক্যাপশনে লেখেন, 'মা সিনিয়র সিটিজেন ক্লাবে যোগ দিল। শুভ ৬০ বছরের জন্মদিন মা।' অভিনেতার এই পোস্টে তাঁর বহু অনুরাগীরা মৌসুমী অধিকারীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। দেবের এক অনুরাগী লেখেন, 'শুভ জন্মদিন আমার না হওয়া শাশুড়ি মা।' কেউ আবার লেখেন, 'প্রণাম নেবেন, ভাল থাকবেন।' তৃতীয় জনের মতে মৌসুমী অধিকারী, 'রত্নগর্ভা।' 

প্রসঙ্গত, দেবকে দর্শক শেষবার 'প্রজাপতি ২' ছবিতে দেখেছেন। ২০২৫ সালের বড়দিনে বড়পর্দায় মুক্তি পেয়েছিল এই ছবিটি। দেব ছাড়াও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় মিঠুন চক্রবর্তী, ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু, অনুমেঘা কাহালি, খরাজ মুখোপাধ্যায়, প্রমুখ ছিলেন। বক্স অফিসে ছবিটির টক্কর হয়েছে অরিন্দম শীল পরিচালিত, কোয়েল মল্লিক অভিনীত 'একটি খুনির সন্ধানে মিতিন' এবং সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত, এসভিএফ এবং দাগ মিডিয়া প্রযোজিত ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'র। দেবকে আগামীতে দর্শক দেখবেন 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' ছবিতে। চলতি বছরের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে এই ছবিটি। এখানে করিমূল হকের জীবনী তুলে ধরা হবে, যিনি বাইকে করে উত্তরবঙ্গের প্রত্যন্ত গ্রামের রুগীদের হাসপাতালে পৌঁছে প্রাণ বাঁচান। এছাড়াও দেব আরও তিনটি ছবির ঘোষণা করেছেন। ২০২৬ -এর পুজোয় আসবে তাঁর এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সপ্তম ছবি। যদিও পরিচালক কে হবেন, ছবির নাম গল্প কী এখনও জানা যায়নি। এছাড়াও রয়েছে 'টনিক ২' এবং 'খাদান ২'। চর্চা অনুযায়ী 'খাদান ২' ছবিতে কোয়েল মল্লিক থাকলেও থাকতে পারেন। 

অন্যদিকে দেবকে সদ্যই এসআইআরের জন্য শুনানিতে নির্বাচন কমিশনের তরফে তলব করা হয়েছিল। কেবল তাঁকে নয়, তাঁর গোটা পরিবারকেই। ১৪ জানুয়ারি সেখানে হাজিরা দেন দেব। বুধবার যাদবপুর অঞ্চলে কাটজুনগর বিদ্যাপীঠে হাজির হয়েছিলেন এই জনপ্রিয় অভিনেতা-সাংসদ। বেরিয়ে এসে বলেন, "এমুনেশন ফর্ম পূরণে গোলযোগ থাকায় আমাকে ডাকা হয়েছিল... তবে ঠিকঠাকভাবেই ফর্ম পূরণ করেছি, জানি না কী সমস্যা হচ্ছে। দেখুন, আমি না-ই আসতে পারতাম, বদলে একটা চিঠি পাঠিয়ে দিতাম। কিন্তু আমি আইন মেনে চলি সবসময়। যা, যা যেভাবে করতে বলা হয়েছে করেছি।আমি সবসময় আইন মেনে চলব।" তিনি এদিন আরও বলেন, "২০১১ থেকে ভোট দিয়েছি, সেটা কি তাহলে অবৈধ? আর একটা কথা, এসআইআর শুনানি তো ভীষণ গুরুত্বপূর্ণ, তাহলে সেটা বাংলায় বিধানসভার ভোটের ভোটের মুখে কেন শুরু হল? কেন এক বছর আগে থেকেই শুরু করা হল না শুনানি পর্ব? এরপর নির্বাচন কমিশনের উদ্দেশ্যে হাত জোড় করে তাঁর অনুরোধ, বয়স্কদের কেন হয়রানি করা হচ্ছে?  তাঁদের নিয়ে একটু ভাবুন দয়া করে....সিনিয়র সিটিজেনকে নিয়ে ভাবুন। আমি সাধারণ মানুষকে নিয়ে ভাবছি।"