বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি মুম্বইয়ের বিএমসির নির্বাচন চলছে। বলিউড তারকাদের মধ্যে অক্ষয় কুমার অন্যতম ছিলেন যিনি এদিন সকাল সকাল পোলিং বুথে এসে ভোট দেন। এসেছিলেন তাঁর ঘরণী, তথা প্রাক্তন অবিনেত্রী টুইঙ্কল খান্নাও। আর সেই সময়ই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। এক ভক্ত এসে অভিনেতার পায়ে পড়ে যান, জানান সাহায্যের আর্তি। 

এদিন পোলিং বুথ থেকে অক্ষয় কুমার যখন ভোট দিয়ে বেরিয়ে আসছেন সেই সময় এক কিশোরী এসে তাঁর কাছে আর্থিক সাহায্যের আবেদন জানান। জানান তাঁর বাবার প্রচুর ধার, দেনা হয়ে গিয়েছে। তাঁরা দারুণ আর্থিক কষ্টের মধ্যে রয়েছেন। এমন অবস্থায় অভিনেতা তাঁদের সাহায্য করবেন কিনা। সেই মেয়েটির আবেদন নাকচ করে দেননি অক্ষয়। বরং তাঁকে বলেছেন তিনি যেন তাঁর নম্বর অভিনেতার টিমের কাছে দিয়ে দেন। ফলে অনুমান করা যায়, 'খিলাড়ি কুমার' হয়তো সাহায্যের হাত বাড়ালেও বাড়াতে পারেন। 

বর্তমানে অক্ষয় কুমারের এই ভিডিও ভাইরাল। ভিডিওতে মেয়েটিকে অক্ষয়ের থেকে আশ্বাস পাওয়ার পর প্রণাম করতেও দেখা যায়। অভিনেতা তাঁকে মাটি থেকে তুলে বলেন তাঁর টিমের কাছে নম্বর দিয়ে দিতে। অক্ষয়ের এই মানবিক রূপ দেখে মুগ্ধ নেটপাড়া। এক ব্যক্তি লেখেন, 'হে ঈশ্বর! কী ভাল মানুষ উনি! ঈশ্বর আপনার সহায় থাকুন।' আরও এক নেট নাগরিক লেখেন, 'ভারতের অন্যতম সহৃদয় ব্যক্তি অক্ষয় কুমার।' তৃতীয় ব্যক্তির মতে, 'উনি খালি ভাল অভিনেতা নন, ভাল মানুষও।' 

প্রসঙ্গত, এদিন ভোট দিতে এসে অক্ষয় কুমার বলেন, 'আজকেই সেই দিন যখন রিমোট কন্ট্রোল আমাদের হাতে আসে। আমি মুম্বইয়ের সমস্ত বাসিন্দাদের অনুরোধ করব যাতে তাঁরা সকলে ভোট দেন।' 

অক্ষয় কুমারের কাজ প্রসঙ্গে বলতে গেলে অভিনেতাকে আগামীতে প্রিয়দর্শনের 'হ্যায়ওয়ান' ছবিতে দেখা যাবে। সইফ আলি খানও থাকবেন এই ছবিতে। থেস্পিয়ান ফিল্মস এবং কেভিএন প্রযোজনার তরফে যৌথ ভাবে ছবিটির প্রযোজনা করা হচ্ছে। সাইয়মি খেরকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। ২০২৬ সালে মুক্তি পেতে পারে এই ছবিটি। এছাড়াও অক্ষয়ের হাতে রয়েছে 'ভূত বাংলা'। এই হরর কমেডি ছবিটির পরিচালনাও করেছেন প্রিয়দর্শন। রয়েছে হেরা ফেরি' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। ২০২৬ সালে মুক্তি পেতে চলা 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' ছবিতেও দেখা যায় অক্ষয় কুমারকে।