কয়েকদিন আগেই এটিএম থেকে টাকা তোলার খরচ বাড়িয়েছে এসবিআই। সেটি নিয়ে খানিকটা হলেও চাপে রয়েছে এসবিআই গ্রাহকরা।
2
9
এবার ইমিডিয়েট পেমেন্টস সার্ভিস ট্রান্সফারের চার্জ বাড়িয়ে দিল এসবিআই। এটি চালু হবে বুধবার অর্থাৎ ১৫ জানুয়ারি থেকেই।
3
9
নতুন রেট চার্ট ইতিমধ্যে এসবিআই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এরফলে ফান্ড ট্রান্সফার, ইউপিআই সার্ভিসে খানিকটা হলেও প্রভাব পড়বে।
4
9
নতুন রেট অনুসারে হাই ভ্যালু আইএমপিএস করলেই সেখান থেকে বাড়তি চার্জ নেওয়া হবে। এবার থেকে ২৫ হাজার টাকার বেশি আইএমপিএস করলেই সেখান থেকে দিতে হবে বাড়তি টাকা।
5
9
২৫ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত লেনদেনে এবার থেকে দিতে হবে ২ প্লাস জিএসটি। এটি এতদিন ধরে ফ্রি ছিল।
6
9
১ লাখ টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত চার্জ দিতে হবে ৬ প্লাস জিএসটি। এটি বাড়তি চার্জ হিসেবে যুক্ত হয়েছে।
7
9
২ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত চার্জ দিতে হবে ১০ প্লাস জিএসটি। এটি দেশের প্রতিটি ব্যাঙ্কের ক্ষেত্রেই চালু করা হবে।
8
9
তবে বেশ কয়েকটি ক্ষেত্রে এই পরিষেবাটি ফ্রি হিসেবে থাকবে। সেই তালিকায় রয়েছে সেনাবাহিনী, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, পেনশন স্যালারি প্যাকেজ, রেলকর্মীরা।
9
9
এটিএম চার্জ বাড়ানোর পরই আইএমপিএস বাড়ানো হল বলে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। সেখানে নতুন বছর শুরু হতেই বেশ চাপে পড়ে গেলেন এসবিআই গ্রাহকরা।