নিজস্ব সংবাদদাতা: প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় দারুণ ফল করছে স্টার জলসার ধারাবাহিক 'গীতা এলএলবি'। গীতার জীবনে নানা ওঠা পড়া নিয়ে এগোচ্ছে গল্প। একের পর এক নতুন বিপদের মুখে পড়ছে নায়িকা। কিন্তু কোর্টে তার মুখ চলে আর কোর্টের বাইরে হাত! তাই সব ক্ষেত্রেই বিপদকে একেবারেই ভয় পায়না গীতা। এগিয়ে চলে নিজের লক্ষ্যের দিকে। 

 

 

ধারাবাহিকের নিত্যনতুন মোড় পছন্দ করেছেন দর্শক মহল। একের পর এক নতুন গল্প আর নতুন চরিত্রদের ভিড়ে জমে উঠেছে ধারাবাহিক। একটু একটু করে প্রেম বেড়েছে গীতা আর স্বস্তিকের মধ্যে। কিছুদিন আগেই পরিবার আর কোর্টের মাঝে টানাপোড়েনে পড়েছিল গীতা। শ্বশুরমশাই অগ্নিজিৎ-এর বিরুদ্ধে ওঠা অভিযোগের মীমাংসা করতে কেস লড়েছিল সে। নির্দোষও প্রমাণ করে অগ্নিজিৎকে। 

 

 

পুজোর আবহেও বিপদ কাটছে না গীতার। লক্ষ্মী পুজোর দিন ফের অ্যাকশন অবতারে দেখা মিলবে তার। সম্প্রতি, সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানেই দেখা যাচ্ছে লক্ষ্মী পুজোর বাড়ির লক্ষ্মীকে উদ্ধার করতে তৎপর সে। শত্রুর নিধনে ফের নিজের পুরনো রূপে দেখা গেল তাকে। 

 

 

কিন্তু কাকে বাঁচাবে গীতা? সেই রহস্যের এখনও উত্তর মেলেনি। এই বিষয়ে জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে 'গীতা' ওরফে হিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনও তাঁর কাছেও কোনও প্লট আসেনি।